Its a digital heaven for multi faceted blooging, offering more than just words on a screen
ডিভোর্স সার্টিফিকেট তৈরী
Divorce Certificate Generator | ইংলিশ ফরমেট
Divorce Certificate Generator হলো, ডিভোর্স সার্টিফিকেট তৈরিকরন টুলস্। যে টুলসে্র মাধ্যমে অতি অল্প সময়ে একটি ডিভোর্স লেটার বা ডিভোর্স সার্টিফিকেট তৈরি করা যায়। ডিভোর্স হচ্ছে, যে প্রক্রিয়ায় স্বামী-স্ত্রী তাদের সম্পর্ক, অধিকার, কর্তব্য থেকে অব্যাহতি পায়। বাংলায় ডিভোর্স শব্দকে তালাক বলা হয়।
একজন ব্যক্তির বিবাহ এবং তালাক তার ধর্মীয় আইন অনুযায়ী হয়ে থাকে। মুসলিম আইনে বিবাহ হচ্ছে দেওয়ানী চুক্তি, যেখানে একজন প্রাপ্তবয়স্ক ছেলে দেনমোহর দিয়ে একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে বিবাহ করে। আর তালাক শব্দের অর্থ বিবাহ বিচ্ছেদ। যে প্রক্রিয়ায় স্বামী-স্ত্রী তাদের সম্পর্ক, অধিকার, কর্তব্য থেকে অব্যাহতি পায়, তাকে তালাক বলে।
প্রশ্ন আসতে পারে কে কাকে ডিভোর্স বা তালাক দিতে পারে। কিছু শর্ত অনুযায়ী স্বামী-স্ত্রী দুইজনেই তালাক দিতে পারে। আমরা সেসব আইনী প্রসঙ্গে না যেয়ে কিভাবে একটি ডিভোর্স সার্টিফিকেট তৈরী করতে হয়, তা জানবো।
ক্লিকেই তৈরী করুন ডিভোর্স সার্টিফিকেট :
নিচের ফরম থেকে আপনার প্রয়োজনীয় অপশনগুলো পুরন করে প্রিন্ট বাটনে ক্লিক করলই তৈরী হয়ে যাবে আপনার ডিভোর্স সার্টিফিকেট।
প্রিন্ট ব্রাউজার থেকে পেপার সাইজ, মার্জিন, এবং হেডার ফুটার আনচেক করে প্রিন্ট দিন।
ডিভোর্স সার্টিফিকেট কি
Divorce Certificate / ডিভোর্স সার্টিফিকেট হলো এমন একটি সরকারী বিবৃতি যে, দুই ব্যক্তি (নারী ও পরুষ) বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পরে একে অন্যোর সাথে বিবাহের সম্পর্ক ছিন্ন করার একটি সনদ। আইনি এখতিয়ারে (মুসলিম বিবাহ) যেমন একজন কাজীর মাধ্যমে বিবাহের কাজ সম্পন্ন করা হয়। এবং উক্ত কাজী এই নারী ও পুরুষের বিবাহ বন্ধনের স্বীয় স্বীয় স্বাক্ষর এবং উক্ত বিয়ের স্বাক্ষীগনের স্বাক্ষর সম্বন্বিত একটি রেকর্ড সংরক্ষন করেন। আবার তিনিই কিছু আইন প্রক্রিয়া সম্পন্ন হবার পরে একটি বিবাহ বিচ্ছেদের সার্টিফিকেট তৈরী করে থাকেন।
ডিভোর্স সার্টিফিকেটকিভাবে সংগ্রহ করবেন ?
সার্টিফিকেট গ্রহনের পূর্বে তালাক প্রদানের বেশ কিছু আইন প্রক্রিয়া সম্পন্ন করার পরেই এই সনদ গ্রহন করা যায়।
তালাক প্রক্রিয়া :
১৯৬১সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৭(১)ধারা অনুযায়ী তালাক বা বিবাহ বিচ্ছেদ কার্যকর করার জন্য অপরপক্ষকে লিগাল নোটিশ প্রদান করতে হবে।
অপরপক্ষের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মিউনিসিপ্যালিটির বা সিটি করপোরেশনের চেয়ারম্যানের মেয়রের কাছে নোটিশ লিখিতভাবে পাঠাবে এবং ওই নোটিশের কপি অতিসত্বর অপরপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা নেবে।
আদালতের মাধ্যমে কোনো বিবাহ ভঙ্গ মামলার ডিক্রি হলে সে ডিক্রির কপি চেয়ারম্যানকে প্রদান করলেই ৭ ধারার নোটিশ দেওয়ার বিধান প্রতিপালিত হবে। যেপক্ষ থেকে ই তালাকের নোটিশ দেওয়া হোক না কেন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে উভয়পক্ষের মনোনীত প্রতিনিধিনদের সমন্বয়ে সালিসি পরিষদ গঠন করবেন।
সালিশ পরিষদ গঠনঃ নোটিশ পাওয়ার পর চেয়ারম্যান সালিশ পরিষদ গঠন করবে। সালিশ পরিষদে চেয়ারম্যান, দুই পক্ষের একজন করে দুইজন সদস্য এবং দুই পক্ষের পরিবারের সদস্য ও আত্নীয়-স্বজন অংশগ্রহণ করতে পারবে। সালিশ পরিষদের সাক্ষ্য সহ অন্যান্য বিষয় আলোচনা করে সমস্যাটি সমাধান করার চেষ্টা করা হবে। যদি পরপর ৩ মাসে সমস্যাটি সমাধান না হয় তবে তালাকটি কার্যকর হবে। ধরে নেওয়া হবে যেদিন নোটিশ পাঠানো হয়েছে সেদিন থেকে তালাক কার্যকর হয়েছে।
কীভাবে:
নোটিশে তালাকে বিষয়ে উল্লেখ থাকবে সাথে তালাক প্রদানকারীর সাক্ষর থাকবে। দুইজন সাক্ষীর সাক্ষর থাকবে নোটিশ কাজী অথবা একজন আইনজীবীর মাধ্যমে প্রেরণ করা যায়। তবে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে দেওয়া উত্তম।
তালাক কার্যকর হবার পরেই ডিভোর্স সার্টিফিকেট টি প্রদান করা হয়।
কিভাবে সংগ্রহ করবেন এই সার্টিফিকেট ?
এই সার্টিফিকেট শুধুমাত্র একজন কাজী/রেজিষ্টার/আদালত তার অফিশিয়াল সহি স্বাক্ষরের সমন্বয়ে একজন ক্লায়েন্ট (স্বামী/স্ত্রী) কে তার/তাদের দু’য়ের অনুরোধের ভিত্তিতে প্রদান করতে পারেন।
কেনো প্রয়োজন এই সার্টিফিকেট ?
একে অন্যের সাথে বিবাহ বিচ্ছেদ করেছেন – এই পরিচয় গ্রহনের জন্যেই এই সার্টিফিকেট এর প্রয়োজন।
তৈরী করুন ডিভোর্স সার্টিফিকেট
এবার আপনি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে শুরু করে দিন Divorce Certificate তৈরী:
মাত্র 2 ষ্টেপে তৈরী করুন ডিভোর্স সার্টিফিকেট / Divorce Letter / তালাকনামা :
উপরের ফরম থেকে আপনার প্রয়োজনীয় অপশনগুলো পুরন করে প্রিন্ট বাটনে ক্লিক করলই তৈরী হয়ে যাবে আপনার ডিভোর্স সার্টিফিকেট।
প্রিন্ট ব্রাউজার থেকে পেপার সাইজ, মার্জিন, এবং হেডার ফুটার আনচেক করে প্রিন্ট দিন।
প্রিন্ট প্রিভিউ
ডিভোর্স সার্টিফিকেট প্রিন্ট দিলে নিচের ছবির ন্যায় প্রদর্শিত হবে। প্রিন্ট ব্রাউজার থেকে আপনি পিডিএফ মুডেও প্রিন্ট আউট করে পিডিএফ ফাইল হিসেবে তৈরী করতে পারবনে।
ডিভোর্স সার্টিফিকেটের ব্যাপারে কেবল একজন রেজিষ্টার /কাজী / উকিল তার রেজিষ্টার থেকে তথ্যাদি সংগ্রহ করে তৈরী করতে পারেন এই Divorce Certificate / ডিভোর্স লেটার। এবং তার সহি স্বাক্ষর সম্বলিত করেই সার্টিফিকেটটি উল্লেখিত (সাবেক) স্বামী বা স্ত্রীকে প্রদান করতে পারেন ।
আপনার চিঠি প্রুফরিড করুন :
ডিভোর্স সার্টিফিকেট প্রুফরিড করতে ভুলবেন না। সার্টিফিকেটে কোনো ত্রুটি বা টাইপোস বা টাইপ মিস্টেক আছে কিনা তা নিশ্চিত করতে সহায়তা করবে।
বি.দ্র.একজন সরকারী রেজিষ্টার যতক্ষন না এই সার্টিফিকেটে তার সীল, সহি-স্বাক্ষর প্রদান না করবেন, ততক্ষনে এটি একটি সাধারন সার্টিফিকেট হিসেবই গণ্য হবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী :
একজন রেজিষ্টার কাজী হিসেবে আমি কি এই ফর্মেট ব্যবহার করতে পারি?
অবশ্যই। একটি ডিভোর্স সার্টিফিকেট তৈরীতে যেসকল তথ্য সন্নিবেশিত থাকা প্রয়োজন সকল তথ্যই এখানে আছে। আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। প্রয়োজনে একটি সার্টিফিকেট তৈরী করে আপনি যাচাই করতে পারেন ।
এই ফর্মেটের উপকারীতা কি?
আপনার সময় এবং অর্থ উভয়ই বাঁচাবে। ডিভোর্স সার্টিফিকেটের বিশালাকৃতির বই প্রেস থেকে প্রিন্ট করে রেখে দেয়ার প্রয়োজন হবেনা।
showkatbd.com কি ধরনের সাইট ?
showkatbd.com এ পাবেন ফ্রিতে ডকুমেন্টস তৈরীর টুলস। নেই লগ ইন, রেজিষ্ট্রেশন এর বাড়তি ঝামেলা। এটি সম্পূর্ন ফ্রি সেবামূলক সাইট। ফর্ম থেকে অতি সহজে অল্প সময়ে কয়েকটি ক্লিকের মাধ্যমে তৈরী হবে আপনার পছন্দের সব চিঠিপত্র।
আশা করি Divorce Certificate Generator টুলটি প্রতিটি মেরেজ রেজিষ্ট্রেশন প্রতিষ্ঠানের রেজিষ্ট্রার বা কাজীর টাইপোজ সমস্যার সমাধান করবে।
অনুরোধে : আমি চেষ্টা করেছি, ডিভোর্স সার্টিফিকেট টাইপিং এর সহজ পদ্বতি তৈরীর। কতটুকু স্বার্থক তা একজন ইউজারই বলতে পারবেন। যদি বিন্দুমাত্র উপকার হয় তবেই আমার কষ্ট সার্থক। অনলাইন টিপস নিয়ে রচিত যে কোনো আর্টিকেল পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করার ব্যাপারে যে কোনো পরামর্শ সাদরে গৃহিত হবে। সরাসরি ফোন করুন এই নাম্বারে – +8801783989949 অথবা ই-মেইল করতে পারেন – showkatbd2022@gmail.com
Showkatbd.com is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form. It will save your time ! Bengali, English and Arabic letter generator is available here. Do not heisted to try this!