এসি টেকনিশিয়ান পারফরম্যান্স লেটার | বাংলা

এসি টেকনিশিয়ান পারফরম্যান্স লেটার হচ্ছে এয়ার কন্ডিশনের উপর একজন প্রফেশনালের দক্ষতা ও অভিজ্ঞতার প্রশংসা করে লিখিত একটি চিঠি। ইংরেজিতে এক্সপেরিয়েন্স লেটার, এক্সপেরিয়েন্স ষ্টেটমেন্ট আর বাংলায় অভিজ্ঞতার সনদ নামে পরিচিত। 

অভিজ্ঞতা সনদ

নিম্নলিখিত ঘর পুরন করে সহজেই তৈরি করুন অভিজ্ঞতার সনদপত্র

প্রতিষ্ঠানের বর্ননা
রেফারেন্স নাম্বার/সূত্র : (প্রয়োজনে)

ইস্যু তারিখ :

কর্মরত প্রতিষ্ঠানের নাম :

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে,

নাম :

অভিভাবক

অভিভাবকের নাম লিখুন :

স্থায়ী ঠিকানা :

জাতীয়তা :

জাতীয়তা প্রমানিত যেভাবে :

নাম্বার লিখুন :

ধর্ম :

কর্মস্থলে যোাগদানের তারিখ :

যে তারিখ পর্যন্ত কর্মস্থলে ছিলেন/আছেন:

কর্মস্থলে বর্তমান অবস্থান মার্ক করুন :

কাজের বর্ণনা : একটি অপশন মার্ক করুন

অপশন-১
এসি ইনস্টলেশন, মেইনটেন্সে এবং রিপেয়ারে তিনি দক্ষ ও অভিজ্ঞ টেকনিশিয়ান। তিনি সৎ, নিষ্ঠাবান এবং উত্তম চরিত্রের অধিকারী ।
অপশন-২
তার উল্লেখযোগ্য প্রধান দায়িত্বগুলো হচ্ছে :
১. এসির সকল ধরনের ওয়ারিং, ইনস্টল, রক্ষণাবেক্ষণ এবং মেরামত করা।
২. বৈদ্যুতিক সব ধরনের সমস্যা সমাধান ।
৩. এসির নিরাপত্তা বিষয়ক সকল ধরনের তদারকি ও কর্তৃপক্ষ বরাবর রিপোটিং এবং
৪. নিয়ম মাফিক এসি সার্ভিসিং ও গ্যাস রিফিল সম্পাদন।


মার্ক করুন :

সুপারিশ –
অফিস, বাসা বা ফ্ল্যাটে এসির কাজের জন্য যারা নিরাপদ, নির্ভরযোগ্য, সচেতন, পরিস্কার-পরিচ্ছন্নভাবে কাজ করেন, এমন একজন টেকনিশিয়ান খুঁজছেন, তাদের জন্য এই টেকনিশিয়ানকে সুপারিশ করা হলো ।


মার্ক করুন :

মার্ক করুন :

সফলতা ও মঙ্গল কামনা একটি মার্ক করুন :








কর্তৃপক্ষের নাম :

পদবী / পদ :

অফিস ই-মেইল :



এসি টেকনিশিয়ান পারফরম্যান্স লেটার প্রিন্ট হলে নিচের ছবির ন্যায় দৃশ্যমান হবে ।

নমূনা কপি -1  :এসি টেকনিশিয়ান পারফরম্যান্স

ইংরেজি ফরমেট :

Make Letter

লেটার তৈরিতে যেসব তথ্য ইনপুট করতে হবে :

1. প্রথম ধাপ :

  • অফিস প্রদত্ত একটি রেফারেন্স নাম্বার
  • সার্টিফিকেট তৈরির তারিখ
  • প্রতিষ্ঠানের নাম
  • টেকনিশয়ান/কর্মচারী/আবেদনকারীর নাম
  • ঠিকানা
  • জাতিয়তা
  • জাতিয়তা পরিচিতি নাম্বার, (পাসপোর্ট/রেসিডেন্ট কার্ড/ন্যাশনাল আইডেনটিটি কার্ড – যে কোনো একটি)
  • ধর্ম
  • প্রতিষ্ঠানে যোগদানের সময়কাল বা তারিখ
  • প্রতিষ্ঠানে যেদিন পর্যন্ত কর্মরত ছিলেন বা আছেন, সেই সময়কাল বা তারিখ উল্লেখ করতে হবে
  • যে কর্মকর্তার দ্বারা লেটারটি সহি স্বাক্ষর সম্পাদন হবে তার নাম ও পদবী
  • ফরমে উল্লেখিত একজন কর্মচারী / টেকনিশিয়ানের প্রশংসিত / গুনবাচক অপশনগুলো ধারাবাহিকভাবে পছন্দ মতো নির্বাচন করতে হবে।

2. দ্বিতীয় ধাপ :

  • প্রতিষ্টানের একটি লেটারহেড পেড / অফিশিয়াল পেড
  • লেটারে স্বাক্ষরকারী উর্ধতন অফিসারের নাম ও পদবী।

 

What is Showkatbd : Showkatbd.com is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form.   It will save your time !

  FORM2Dox

  DOCUMENTCreation Tools

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!