Your Office Assistant!

Create office, Personal or Business documents easily.


Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/showkatb/public_html/edocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

পরিবারের সদস্যের বিয়ে উপলক্ষ্যে ছুটির আবেদন – BN

পরিবারের সদস্যের বিয়ে উপলক্ষ্যে ছুটির আবেদন : একটি ফরম দিয়েই তৈরি করুন পরিবারের যে কোনো সদেস্যের বিয়ে উপলক্ষে ছুটির দরখাস্ত। এখান থেকে বোন, ভাই, কাজিন, নিপিউ, শ্যালক, শ্যালিকা, চাচা, মামা, ফুপুসহ আত্বীয় স্বজনের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য ছুটির আবেদন তৈরি করতে পারেন সহজেই। Enjoy it!

পরিবারের সদস্যের বিয়ে উপলক্ষ্যে ছুটির আবেদন

1. অধীনের বিনীত নিবেদন এই যে, আমি
2. যথাযথ সন্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি
3. সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি
4. যথাযথ সম্মানের সাথে জানাচ্ছি যে, আমি
5. যথাবিহিত সম্মান পূর্বক নিবেদন এই যে, আমি

1. আপনার বিশ্বস্ত
2. নিবেদক
3. বিনীত নিবেদক
4. আপনার অনুগত
5. আপনার একান্তই অনুগত
6. ধন্যবাদান্তে
7. ধন্যবাদ ও শুভেচ্ছা
8. শুভেচ্ছান্তে
9. আপনাকে ধন্যবাদ
10. বিনীত আপনার
11. উষ্ণ শুভেচ্ছা সহ

আপনার সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কর্মরত
আপনার সুনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত
আপনার স্বনামখ্যাত প্রতিষ্ঠানে কর্মরত
আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত
দেশের অন্যতম সুনামধন্য আপনার প্রতিষ্ঠানে কর্মরত

1. আমার বড় ভাইয়ের বিয়ের দিন তারিখ ধার্য্য করা হয়েছে।
2. আমার বড় বোনের বিয়ের দিনক্ষন ঠিক করা হয়েছে।
3. আমার ছোট বোনের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
4. আমার চাচাতো ভাইয়ের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
5. আমার মামাতো ভাইয়ের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
6. আমার খালাতো ভাইয়ের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
7. আমার খালাতো বোনের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
8. আমার এক আত্মীয়ের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
9. আমার চাচার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে।
10. আমার খালার বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
11. আমার ফুফুর বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
12. আমার বোনের বিয়ের অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে৷
৷ 13. আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে।
14. আমার শ্যালকের বিয়ের অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে।
15. আমার শ্যালিকার বিয়ের অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে।

1. বিবাহের অনুষ্ঠানে আমার উপস্থিতি একান্তই প্রয়োজন৷ কেননা উক্ত বিয়ের অনুষ্ঠানের সকল ধরনের ব্যবস্থাপনাসহ পরিচালনা আমাকেই করতে হবে।
2. উক্ত ছুটি আমার খুবই প্রয়োজন এজন্য যে, উক্ত বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনা আমি ছাড়া আমার পরিবারের অন্য কারো পক্ষে সম্ভব নয়।
3. উক্ত বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহন করা আমার জন্য খুবই প্রয়োজন।
4. উক্ত বিয়ের অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহনের জন্য এবং অনুষ্ঠানের দেকভালের জন্য আমার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।

বিধায়, উপরোক্ত বিষয় বিবেচনা করে আমাকে ছুটি প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা করতে আপনার মর্জি হয়।
অতএব, উপরোক্ত বিষয় বিবেচনা করে আমাকে ছুটি দিলে আমি চিরকৃতজ্ঞ থাকবো।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমাকে উক্ত বিয়ে উপলক্ষ্যে ছুটি দানে বাধিত করবেন।

প্রয়োজনীয় ছুটি এবং যোগদানের বিবরণ লিখুন



উপরের ফরম থেকে প্রিন্ট করা ”পরিবারের সদস্যের বিয়ে উপলক্ষ্যে ছুটির আবেদন” পত্রের নমুনা

পরিবারের সদস্যের বিয়ে উপলক্ষ্যে ছুটির আবদন

Showkatbd.com is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form.   It will save your time !

  FORM2Dox

  DOCUMENTCreation Tools

About MD. SHOWKAT AKBER

অফিস, ব্যবসা বা ব্যক্তিগত বিষয়ে প্রতি নিয়ত প্রয়োজন এমন সব চিঠিপত্র তৈরির সহজ পদ্বতি তুলে দেয়ার উদ্দেশ্যেই আমার এই ব্যক্তিগত প্রয়াস। আমার এই প্রয়াস যদি কারো বিন্দু মাত্রও উপকার হয়, তাই আমার সার্থকতা।

Check Also

Resignation Letter

Resignation Letter Generator বা পদত্যাগ পত্র ক্রিয়েটর হচ্ছে showkatbd.com এর অন্তর্ভুক্ত একটি ডকুমেন্টস তৈরীর ফর্ম। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!