Your Office Assistant!

Create office, Personal or Business documents easily.

চাকরিতে যোগদানের সম্মতিপত্র

চাকরিতে যোগদানের সম্মতিপত্র হচ্ছে, চাকরির অফার লেটার পাবার পরে চাকরিতে যোগদানের সম্মতি জানিয়ে লিখা চিঠি। অর্থাৎ কাজে যোগদানের সিদ্ধান্ত গ্রহনের পর নিয়োগকৃত কর্মী কর্তৃপক্ষ বরারর যে আনুষ্ঠানিক চিঠি লিখে তা-ই হচ্ছে চাকরিতে যোগদানের সম্মতিপত্র বা স্বীকৃতিপত্র বা যোগদান পত্র। 

চাকরিতে যোগদানের সম্মতিপত্র

অফার লেটারে স্বাক্ষরকারী কর্তৃপক্ষের নাম ও পদবী এবং প্রতিষ্ঠানের নাম, ঠিকানা লিখুন

অফার লেটারের বিস্তারিত

আপনার পছন্দের ফরম্যাটে ক্লিক করুন



FORMAT-1 (Printed Sample Copy)

চাকরিতে যোগদানের সম্মতিপত্র - ফরমেট-১

FORMAT-2 (Printed Sample Copy)

চাকরিতে যোগদানের সম্মতিপত্র - ফরমেট-২

চাকরির স্বীকৃতিপত্র Job Acceptance Letter পরিচিতি:

কোনো প্রতিষ্ঠানে চাকরি বা সেবা প্রদানে একজন চাকুরীপ্রার্থী সম্মত আছেন মর্মে একটি পত্র প্রদানই হচ্ছে চাকরিতে যোগদানপত্র বা সম্মতিপত্র বা Job Acceptance Letter.

কোনো প্রতিষ্ঠানে চাকুরীপ্রার্থী ইন্টারভিউ দিয়ে বা মৌখিক আলাপ আলোচনায় কাজ করার বা সেবা প্রদানে মনোনিত হয়েছেন বা প্রতিষ্টান উক্ত প্রার্থীকে পছন্দ করে লিখিত আকারে একটি অফার লেটার প্রদান করেছেন। তখন চাকুরীপ্রার্থীর উক্ত অফার লেটারের অনুকূলে প্রতিষ্টান বরাবর একটি সম্মতি পত্র প্রদান করতে হয়। এটি প্রমান করে যে, উক্ত প্রতিষ্টানের সকল নিয়ম কানুন জেনে, শুনে, বুঝে উক্ত প্রার্থী কাজ করতে সম্মত আছেন।

এটি সমগ্র বিশ্বে চাকরী দিতে এবং চাকরী পেতে চুক্তির মতো একটি অফিশিয়াল পদ্বতি। 

Showkatbd.com is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form.   It will save your time !

  FORM2Dox

  DOCUMENTCreation Tools

কন্ট্রিবিউটরের ভাষ্য : Job Acceptance Letter Generator যদি বিন্দু মাত্রও আপনার উপকার হয়, তবেই আমার এই কষ্ট সার্থক। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থতার সাথে নেক আয়ু দান করুন এই দোয়ায়..

শওকতবিডি হোক আপনার প্রতি মুহর্তের সঙ্গী। হয়ে উঠুক আপনার সেমিঅফিস

About MD. SHOWKAT AKBER

অফিস, ব্যবসা বা ব্যক্তিগত বিষয়ে প্রতি নিয়ত প্রয়োজন এমন সব চিঠিপত্র তৈরির সহজ পদ্বতি তুলে দেয়ার উদ্দেশ্যেই আমার এই ব্যক্তিগত প্রয়াস। আমার এই প্রয়াস যদি কারো বিন্দু মাত্রও উপকার হয়, তাই আমার সার্থকতা।

Check Also

Thank You Letter Maker | Showkatbd eDocs

Thank You Letter Generator – 100% Free

Thank You Letter হচ্ছে, ধন্যবাদ জানিয়ে লিখিত একটি চিঠি। যে চিঠি কোন ক্লায়েন্ট, বন্ধু বা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!