Your Office Assistant!

Create office, Personal or Business documents easily.

leave-letter-for-family-member-marriage

পরিবারের সদস্যের বিয়ে উপলক্ষ্যে ছুটির আবেদন

পরিবারের সদস্যের বিয়ে উপলক্ষ্যে ছুটির আবেদন

1. অধীনের বিনীত নিবেদন এই যে, আমি
2. যথাযথ সন্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি
3. সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি
4. যথাযথ সম্মানের সাথে জানাচ্ছি যে, আমি
5. যথাবিহিত সম্মান পূর্বক নিবেদন এই যে, আমি

1. আপনার বিশ্বস্ত
2. নিবেদক
3. বিনীত নিবেদক
4. আপনার অনুগত
5. আপনার একান্তই অনুগত
6. ধন্যবাদান্তে
7. ধন্যবাদ ও শুভেচ্ছা
8. শুভেচ্ছান্তে
9. আপনাকে ধন্যবাদ
10. বিনীত আপনার
11. উষ্ণ শুভেচ্ছা সহ

আপনার সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কর্মরত
আপনার সুনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত
আপনার স্বনামখ্যাত প্রতিষ্ঠানে কর্মরত
আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত
দেশের অন্যতম সুনামধন্য আপনার প্রতিষ্ঠানে কর্মরত

1. আমার বড় ভাইয়ের বিয়ের দিন তারিখ ধার্য্য করা হয়েছে।
2. আমার বড় বোনের বিয়ের দিনক্ষন ঠিক করা হয়েছে।
3. আমার ছোট বোনের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
4. আমার চাচাতো ভাইয়ের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
5. আমার মামাতো ভাইয়ের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
6. আমার খালাতো ভাইয়ের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
7. আমার খালাতো বোনের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
8. আমার এক আত্মীয়ের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
9. আমার চাচার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে।
10. আমার খালার বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
11. আমার ফুফুর বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
12. আমার বোনের বিয়ের অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে৷
৷ 13. আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে।
14. আমার শ্যালকের বিয়ের অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে।
15. আমার শ্যালিকার বিয়ের অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে।

1. বিবাহের অনুষ্ঠানে আমার উপস্থিতি একান্তই প্রয়োজন৷ কেননা উক্ত বিয়ের অনুষ্ঠানের সকল ধরনের ব্যবস্থাপনাসহ পরিচালনা আমাকেই করতে হবে।
2. উক্ত ছুটি আমার খুবই প্রয়োজন এজন্য যে, উক্ত বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনা আমি ছাড়া আমার পরিবারের অন্য কারো পক্ষে সম্ভব নয়।
3. উক্ত বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহন করা আমার জন্য খুবই প্রয়োজন।
4. উক্ত বিয়ের অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহনের জন্য এবং অনুষ্ঠানের দেকভালের জন্য আমার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।

বিধায়, উপরোক্ত বিষয় বিবেচনা করে আমাকে ছুটি প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা করতে আপনার মর্জি হয়।
অতএব, উপরোক্ত বিষয় বিবেচনা করে আমাকে ছুটি দিলে আমি চিরকৃতজ্ঞ থাকবো।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমাকে উক্ত বিয়ে উপলক্ষ্যে ছুটি দানে বাধিত করবেন।

প্রয়োজনীয় ছুটি এবং যোগদানের বিবরণ লিখুন



About MD. SHOWKAT AKBER

অফিস, ব্যবসা বা ব্যক্তিগত বিষয়ে প্রতি নিয়ত প্রয়োজন এমন সব চিঠিপত্র তৈরির সহজ পদ্বতি তুলে দেয়ার উদ্দেশ্যেই আমার এই ব্যক্তিগত প্রয়াস। আমার এই প্রয়াস যদি কারো বিন্দু মাত্রও উপকার হয়, তাই আমার সার্থকতা।

Check Also

বেতন বৃদ্ধির আবেদন

বেতন বৃদ্ধির আবেদন হলো, কর্মচারী কর্তৃক কোম্পানির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন ব্যক্তি, ব্যবস্থাপক বা মানব সম্পদ বিভাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!