বাংলা কবিতা সংক্রান্ত সাধারন প্রশ্নোত্তর
প্র: বাংলা কবিতা কি ?
উ: বিশ্বের সকল বাংলা ভাষা ভাষি কবিতাপ্রেমীর কবিতা প্রচারের এক উন্মুক্ত প্লাটফর্ম।
প্র: কবিতা লিখা বা পাবলিশ করার জন্য কি বারবার রেজিষ্ট্রেশন করতে হয়?
উ: না। রেজিষ্ট্রেশন একবারই করতে হয়। তবে লগইন করে কবিতা টাইপ করতে হয় বা কমেন্টস্ মডারেশন করতে হয়।
প্র: কতটি কবিতা প্রচারের পরে একজন কবির একটি ব্লগ তৈরি হয়?
উ: রেজিষ্ট্রেশন করলেই একজন কবির নিজস্ব একটি ব্লগ তৈরি হয়ে যায়। কবিতা লিখুক আর নাই লিখুক। তবে আমরা আশা করবো ব্লগ তৈরির পরে আবশ্যই কবিতা রচনা করবেন। আপনার ব্লগ খালি থাকলে 30 দিনের মধ্যে আমরা তা সরিয়ে ফেলবো।
প্র: একজন কবি কিভাবে তার নিজের কবিতা খুঁজে পাবে?
উ: কবি ও কবিতা সেকশন থেকে নিজ নামের ব্লগ খুঁজলেই পেয়ে যাবেন।
প্র: ব্লগের জন্য কি কভার ফটো জরুরী?
উ: কবি হিসেবে আপনার পরিচির জন্য আপনার পছন্দ মতো কভার ফটো সংযোজন জরুরী। আপনি কি ধরনের কবিতা উপহার দিচ্ছেন তা আপনার কভার ফটোতে ফুটে ইঠবে। একটি সুন্দর ছবি আপনার কবিতা পাঠে পাঠককে আকৃষ্ট করবে। আপনার ভিউ বেশি হবে।
প্র: আমার কবিতা কতজন পাঠক পড়েছেন তা জানবো কিভাবে?
উ: আপনার কবিতার টাইটেলের নিচে আই (Eye) চিহ্নিত আইকোন দৃশ্যমান আছে। সেখান পাঠকের সংখ্যা শো করবে।
প্র: ইউজার নেম কি?
উ: ইউজার নেম হচ্ছে ব্লগে প্রবেশ করার জন্য আইডি। এখানে আপনার ই-মেইল আইডি দিলেই বেটার। তাহলে লগ ইন করতে সুবিধে হবে।
প্র: আমি আমার নাম প্রচারে ইচ্ছুক নই, সেক্ষেত্রে কি করনীয়?
উ: ছদ্ম নামে লিখুন। তবে রেজিষ্ট্রেশনের জন্য অবশ্যই একটি ভেলিড ই-মেইল প্রয়োজন। কেননা আপনার ব্লগ এক্টিভ করার জন্য আপনি একটি এক্টিভেশন ই-মেইল পবেন। এক্টিভেশন ইমেইল না পেলে ব্লগ এক্টিভ হবে না। আপনি কবিতা পাবলিশ করতে পারবেন না। এটি পরবর্তীতেও কার্যকরী থাকা জরুরি কারণ বাংলা কবিতা থেকে বিভিন্ন সংবাদ ও আপডেট জানানো হবে ঐ ইমেইলে। এছাড়াও আপনার কবিতার উপর বিভিন্ন মন্তব্য হলে তা মেইল নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ।
প্র: কিভাবে অন্যের কবিতায় মন্তব্য করবো?
উ: সব কবিতার নিচে কমেন্ট সেকশন আছে, সেখানে মন্তব্য করতে পারবেন।
প্র: ব্লগে সাইন আপের পরে কিভাবে ব্লগ অ্যাকটিভেট করবো?
উ: সাইন আপ করার সাথে সাথেই আপনার দেয়া ই-মেইলে একটি নোটিফিকেশন পাবেন। এই অ্যাকটিভেশন লিংক ক্লিক করার মাধ্যমেই আপনার ব্লগ চালু হবে। আপনি যদি ব্লগ অ্যাকটিভেশন লিংক ই-মেইল না পেয়ে থাকেন তাহলে দয়া করে আপনার বাল্ক মেইলও চেক করুন। আর যদি কোথাও না পান তাহলে showkatbd2022@gmail এ আমাদের মেইল করুন।
প্র: রেটিং কি?
উ: রেটিং হচ্ছে কোনো কবিতা নিয়ে মূল্যায়ন করা। আপনি কোনো কবিতা পছন্দ করলে তার মূল্যায়ন করবেন এই রেটিং এর মাধ্যমে। এটি ব্লগ ইউজার কর্তৃক রেংকিং সিস্টেম। এটি ব্যবহারের জন্য আপনাকে লগইন থাকতে হবে এবং প্রত্যেকটি কবিতার পরেই আপনি এই রেটিং সিস্টেমটি দেখতে পাবেন।
প্র: কবিতা কিভাবে শেয়ার করবো?
উ: কবিতার শেষের দিকে “SHARE” সেকশনে যেসব প্লাটফর্মে শেয়ার করতে চান, সেই বাটনের উপর ক্লিক করে কাংখিত মিডিয়াতে শেয়ার করুন।