Its a digital heaven for multi faceted blooging,
offering more than just words on a screen.

Sponsors’ rights

Showkatbd Blog এর একজন নিবন্ধিত কন্টেন্ট রাইটার, স্পন্সর বা উদ্যোক্তা হিসেবে আপনার যে কোনো পোষ্ট, কন্টেন্ট, পণ্য, ব্যবসা,  প্রতিষ্টান সংক্রান্ত যে কোন পোষ্ট প্রকাশ করার ক্ষেত্রে আপনারো বেশ কিছু অধিকার আছে। শওকতবিডি আপনাদের সকল অধিকার সব সময় সংরক্ষণ করে এবং সম্মান করে।

১. পোস্ট / আর্টিকেল / পন্য / বিজ্ঞাপণ সংক্রান্ত

১.১. Showkatbd তে প্রকাশিত সকল আর্টিকেল বা পন্যের স্বত্ব কন্টেন্ট রাইটার, স্পন্সর বা উদ্যোক্তার। Showkatbd কর্তৃপক্ষ প্রকাশিত আর্টিকেল বা পন্যের স্বত্ব দাবি করে না। এখানে প্রকাশিত যে কোন আর্টিকেল বা পণ্য উদ্যোক্তা যে কোন জায়গায় প্রকাশ করার সম্পূর্ণ অধিকার রাখে। সেটা নিজের ব্যক্তিগত ব্লগ, সামাজিক ওয়েবসাইট হোক অথবা অন্য যে কোন জায়গায়ই হোক। অন্য জায়গায় প্রকাশ করলে , ‘Showkatbd তে প্রকাশিত’ লিখে লিংক করে দিলে আপনার প্রতিষ্টান বা পণ্যের গুরুত্ব বৃদ্ধি পাবে।

১.২ প্রকাশিত কন্টেন্ট, আর্টিকেল, পোষ্ট, পণ্য সম্পূর্ণ স্বত্ব কন্টেন্ট রাইটার, স্পন্সর বা উদ্যোক্তার হলেও; Showkatbd Blog কর্তৃপক্ষ বিশেষ প্রয়োজনে যেকোনো আর্টিকেল আংশিক বা পুরোপুরি পরিবর্ধন, পরিমার্জন, সম্পাদন বা মুছে ফেলার পূর্ণ অধিকার রাখে। তবে সেটা সংশ্লিষ্ট উদ্যোক্তাকে জানিয়েই করা হবে। এখানে প্রকাশিত আর্টিকেল প্রয়োজনে বা প্রচারের উদ্দেশ্যে যে কোনো সোশাল মিডিয়ায় অধিকতর ভিউ পাবার জন্য উদ্যোক্তার অনুমতি সাপেক্ষে প্রকাশ করা হতে পারে।

২. মন্তব্য সংক্রান্ত
২.১ শুধু মাত্র নিবন্ধনকৃত সদস্যদের মন্তব্যের অধিকার সংরক্ষিত হবে। নিবন্ধন ছাড়া কোন মন্তব্যের অধিকার Showkatbd কর্তৃপক্ষ সংরক্ষণ করবে না।
২.২ মন্তব্যের সকল অধিকার সদস্যের নিজের। নিজের মন্তব্য সম্পাদন বা মুছে ফেলার পূর্ণ অধিকার সদস্যের নিজের।
২.৩ মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব মূলপোস্টকৃত সদস্যের নিজের।

৩. অধিকার পরিবর্তন
৩.১ Showkatbd এর সকল সদস্যদের অধিকার পরিবর্তনশীল। সময়ের প্রয়োজনে অধিকারে এক বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন বা সংযোজন করা হতে পারে। তবে লক্ষ্য রাখা হবে তা কখনই যেন কোন সদস্যের মূল অধিকার খর্ব না করে। অধিকারের বড় ধরনের কোন পরিবর্তন হলে তা ঘোষনা দিয়ে জানিয়ে দেয়া হবে।

বিজ্ঞাপন বিষয়ে জানতে ক্লিক করুন
Language »
error: Content is protected !!