Its a digital heaven for multi faceted blooging,
offering more than just words on a screen.

Sponsors FAQ

ব্লগ সংক্রান্ত সাধারন প্রশ্নোত্তর

প্র: ব্লগ কি ?
উ: ব্লগ একটি খুবই ফ্লেক্সিবল আর্টিকেল লিখার মাধ্যম। যেখানে লিখার পাশাপাশি ছবি, ভিডিও সংযোজন করা সম্ভব। এতে ডায়রী লেখার মত ব্যবসা সংক্রান্ত ভাবনা, অভিজ্ঞতা, অপরের সাথে শেয়ার করতে পারেন। অন্যের আর্টিকেল বা ছবির উপর আপনার নিজস্ব মতামত ব্যক্ত করতে পারেন। একটি আর্টিকেল বা আপনার বিজনেস নিয়ে নিয়ে  অনেকের সাথে কথোপকথন শুরু করতে পারেন।

সহজেই হয়ে উঠুন ব্লগার!

প্র: আর্টিকেল লিখা বা পাবলিশ করার জন্য কি বারবার লগইন করতে হয়?
উ: জ্বি। তবে যে মাধ্যম থেকেই (কম্পিউটার/মোবাইল) লগইন করুন না কেন Remember me অপশন সিলেক্ট করে দিলে প্রতিবারে আর আপনাতে লগইন করতে হবেনা।  তখন সহজেই আর্টিকেল টাইপ এবং কমেন্টস্ করতে ইজি হবে।

প্র: প্রতিষ্টানের নামে আর্টিকেল পাবলিশ করতে কি করতে হবে?
উ: রেজিষ্ট্রেশনের সময় First Name এর স্থানে আপনার প্রতিষ্টানের নাম লিখুন Second Name  ঘরটি খালি রাখুন।

প্র: কিভাবে ব্লগ তৈরি করবো?
উ: রেজিষ্ট্রেশন করলেই একটি ব্লগ তৈরি হয়ে যায়। আর্টিকেল লিখুক আর নাই লিখুক। তবে আমরা আশা করবো ব্লগ তৈরির পরে আবশ্যই আর্টিকেল রচনা করবেন। আপনার ব্লগ খালি থাকলে 30 দিনের মধ্যে আমরা তা সরিয়ে ফেলবো।

প্র: নিজের প্রতিষ্টানের নামের আর্টিকেল কিভাবে খুঁজে পাবে?
উ: বিজনেস কমিউনিটি সেকশন থেকে নিজ প্রতিষ্টানের ব্লগ খুঁজলেই পেয়ে যাবেন।

প্র: ব্লগের জন্য কি কভার ফটো জরুরী?
উ: ব্যবসা প্রতিষ্টানের পরিচিতি তুলে ধরার জন্যেই এই ব্লগ। সুতরাং আপনার প্রতিষ্টানের কভারফটো বা প্রোফাইল পিকচার অতি জরুরী। আপনার কি ধরনের ব্যবসা প্রতিষ্টান তা আপনার কভার ফটোতে ফুটে ইঠবে। একটি সুন্দর ছবি আপনার আর্টিকেল পাঠে পাঠককে আকৃষ্ট করবে। আপনার ভিউ বেশি হবে।

প্র: আমার আর্টিকেল কতজন পাঠক পড়েছেন তা জানবো কিভাবে?
উ: আপনাপ আর্টিকেল টাইটেলের নিচে আই (Eye) চিহ্নিত আইকোন দৃশ্যমান আছে। সেখান পাঠকের সংখ্যা শো করবে।

প্র: ইউজার নেম কি?
উ: ইউজার নেম হচ্ছে ব্লগে প্রবেশ করার জন্য আইডি। এখানে আপনার ই-মেইল আইডি দিলেই বেটার। তাহলে সাইন ইন করতে সুবিধে হবে।

প্র: আমার কোনো ব্যবসা প্রতিষ্টান নাই কিন্তু আমি বিজনেস সংক্রান্ত আর্টিকেল লিখতে চাই, তা কিভাবে সম্ভব?
উ: রেজিষ্ট্রেশন করুন এবং আপনার নিজের নামেই আর্টিকেল আপলোড করুন।

প্র: কিভাবে অন্যের ব্লগে মন্তব্য করবো?
উ: সব ব্লগ পোস্টের নিচে কমেন্ট সেকশন আছে, সেখানে মন্তব্য করতে পারবেন।

প্র: ব্লগে রেজিষ্ট্রেশনের পরে কিভাবে ব্লগ অ্যাকটিভেট করবো?
উ: রেজিষ্ট্রেশন করার সাথে সাথেই আপনার দেয়া ই-মেইলে একটি নোটিফিকেশন পাবেন। সেখান থেকে Active Your Account এ ক্লিক করলেই আপনার নিজস্ব একটি ড্যাশবোর্ড দৃশ্যমান হবে। অর্থাৎ আপনার রেজিষ্ট্রেশন কমপ্লিট। এই অ্যাকটিভেশন লিংক ক্লিক করার মাধ্যমেই আপনার ব্লগ চালু হবে। আপনি যদি ব্লগ অ্যাকটিভেশন লিংক ই-মেইল না পেয়ে থাকেন তাহলে দয়া করে আপনার বাল্ক মেইল চেক করুন। আর যদি কোথাও না পান তাহলে showkatbd2022@gmail এ আমাদের মেইল করুন।

প্র: ব্লগে রেটিং কি?
উ: রেটিং হচ্ছে কোনো আর্টিকেল নিয়ে মূল্যায়ন করা। আপনি কোনো আর্টিকেল পছন্দ করলে তার মূল্যায়ন করবেন এই রেটিং এর মাধ্যমে। এটি একটি এই ব্লগ ইউজার কর্তৃক রেংকিং সিস্টেম। এটি ব্যবহারের জন্য আপনাকে সাইনইন থাকতে হবে এবং প্রত্যেকটি পোস্টের পরেই আপনি এই রেটিং সিস্টেমটি দেখতে পাবেন।

প্র: আর্টিকেল কিভাবে শেয়ার করবো?
উ: আর্টিকেলের শেষের দিকে “SHARE”  সেকশনে যেসব প্লাটফর্মে শেয়ার করতে চান, সেই বাটনের উপর ক্লিক করে কাংখিত মিডিয়াতে শেয়ার করুন।

বিজ্ঞাপন বিষয়ে জানতে ক্লিক করুন
Language »
error: Content is protected !!