ব্যবহারবিধি হচ্ছে, কিভাবে Bangla Kobita (বাংলা কবিতা) সাইট ব্যবহার করবেন তার বিস্তারিত উল্লেখপূর্বক নিয়মরিতী। কিভাবে আপনার কবিতা আমদের সাইটে আপলোড করবেন, আপনার নিজস্ব একটি ব্লগ তৈরী করবেন, কিভাবে কবিতার রিভিউজ বা আলোচনা তৈরী করবেন তার বিশদ বর্ণনা। এই পেইজটি আপনাকে আমাদের সাইট ব্যবহারের সম্পূর্ন গাইড লাইন প্রদান করবে।
যেভাবে সদস্য হবেন : যদি আমাদের সাইট ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে প্রথমেই আপনাকে আমাদের সদস্য পদ গ্রহন করতে হবে।
যেভাবে রেজিষ্ট্রেশন করবেন :
ক. লগ ইন / রেজিষ্টার মেনুতে ক্লিক করুন।
খ. ফরমের প্রতিটি অপশন পূরন করে রেজিষ্টার বাটনে ক্লিক করুন।
গ. আপনার ইমেইলে একটিভ নোটিফিকেশন যাবে। (বি.দ্র. যদি সরাসরি ইমেইলে মেসজে না পেয়ে থাকেন, ট্রাশ অপশনে পাবেন।)
ঘ. একটিভ বাটনে ক্লিক করলেই আপনার রেজিষ্ট্রেশন কম্পিলিট এবং আপনার নিজস্ব একটি ড্যাশবোর্ড দৃশ্যমান হবে।
যেভাবে প্রোফাইল আপডেট করবেন :
ক. লগ ইন / রেজিষ্টার মেনুতে ক্লিক করুন।
খ. ইউজার আইডি বা ইমেইল আইডি লিখুন।
গ. পাসওয়ার্ড দিন।
ঘ. টপবারের ডানপাশে আপনার নাম দৃশ্যমান হবে। সেখানে ক্লিক করুন।
ঙ. আপনার নিজস্ব একটি ড্যাশবোর্ড উপস্থিত হবে।
চ. প্রয়োজন মতো ঘরগুলো পূরন করে আপডেট প্রোফাইল এ ক্লিক করুন। (মনে রাখবেন, প্রোফাইল পিকচার এবং কভার সংযোজন করুন।
ব্যাস, হয়ে গেলো আপনার প্রোফাইল আপডেট।
যেভাবে পোষ্ট/আর্টিকেল আপলোড করবেন :
ক. লগ ইন করে আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
খ. ইউজার আইডি বা ইমেইল আইডি লিখুন।
গ. টপবারের বাপাশে (+ New) সাইনে ক্লিক করুন।
ঘ. Post এ ক্লিক করুন
ঙ. Add New Post ঘরে আপনার আর্টিকেলের Title দিন।
চ. নিচের ঘরে আপনার আর্টিকেল লিখা শুরু করুন। অথবা এমএসওয়ার্ড থেকে বা আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনার আর্টিকেল কপি করে এনে এখানে পেষ্ট করুন।
ছ.ডানপাশের Set Featured Image এ ক্লি ক করে ছবি সংযোজন করুন।
জ. সর্বশেষ Publish বাটনে ক্লিক করলেই আপনার আর্টিকেল সাইটে পাবলিশ হয়ে যাবে।
যত ইচ্ছা আর্টিকেল পাবলিশ করুন।