Its a digital heaven for multi faceted blooging,
offering more than just words on a screen.

ভন্ডের সাতকাহন

ভন্ডের সাতকাহন

আমি ভন্ড!
ভন্ড মানে হচ্ছে ভাণকারী
আমি ভান করি, চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মে সর্বত্র

আমি ভান করি
আমার বাবা আমার একখান সুন্দর নাম রেখেছিলেন
সেই নামেই আামাকে চেনে সবাই
কিন্তু সেই নামের আড়ালে যে আমার আরো একটি নাম আছে
সেটা আমি বাদে আর কেউ জানেনা,
স্ত্রী পরিজন কেউ না.. ভন্ড, আমি ভন্ড..

আমি সমাজের অনেক বড় মাপের একজন সেবক
সমাজ সংস্কার, সমাজের উন্নয়নে আমি বিশাল ভুমিকা রাখি,
আমি রাজনীতির মাঠে অনেক বড় মাপের একজন দেশপ্রেসিক, রাজনীতিবদি..
দেশের উন্নয়ন করি..

আমি প্রচন্ড রকম ধার্মিক..
কথায় কথায় ধর্মের বুলি আওড়াই
সবাই আমাকে সমীহ করে , শ্রদ্ধা করে, আমার জ্ঞানের প্রশংসা করে।
আমি পুলকিত হই। আপ্লুত হই।

আমার যে চেহারা সকলে দেখে, আসলে এটা আমার উপরের অংশ
ভেতরেরটা কেউ দেখে না!
রাত হলে নিজে নিজেই অট্রহাসিতে ফেটে পরি
আমার ভন্ডামীর নাটক আমাকে আনন্দ দেয়, তৃপ্তির ঘুম হয়..

আমার এসব ভন্ডামীর কারন কি জানেন?
একটি বড় মাপেরে চেয়ারে বসা,
সমাজের বড় একখান মাথা হওয়া,
সর্বোপরি আমার ভন্ডামীর ব্যবসাকে মোটা তাজা করা..

এই ভন্ডামীর অনেক লাভ..

বড় বড় ক্লাবে বসে জ্ঞানের কথা আওড়াই
কখনো সখনো টাকার বান্ডিল ছুড়ে দেই, উন্নয়নমূলক কাজের কন্টিবিউট করি

আসলে এই যে, টাকাটা ছুড়ে দিলাম, এর কারন..
এই টাকার বদৌলতে আমার বস্তা বস্তা টাকা সংগ্রহ করা,
হোটেলে সকলের খাবরের যে বিল দিলিাম,
এরও কারন,
এইসব লোকগুলা আমার খেলাফতের ছায়াতলে আশ্রয় নিক..
এরা একেকজন আমার এক একটি চেকের পাতা
মাত্র সংগ্রহ করে নিলাম,
সামনে একটি একটি করে পাতা ভাঙাবো,
ভাঙাবো.. আর ভাঙাবো..

অসুস্থের মাথায়ে আমার যে হাত পড়ে,
এটা দিয়ে বুঝাই আমি আর্তের সেবায় নিয়োজিত..
মানুষের উপকারে এগিয়ে যাই,
আসলে উপকার নয়, বানিজ্য.. ম্যালা টাকা কামানো বানিজ্য..

জুম্মার দিনে, সফেদ দামী পাজামা পানজাবি পড়ে মসজিদে যেয়ে বসি,
প্রথম সাড়িতে..
মিম্বারে দাঁড়িয়েও দু চারখান কথা বলার চান্চ নেই,
সকলকে বুঝাতে চাই.. আমি একজন আল্লা আর নবি ভক্ত লোক..
গ্রুপের সাথে বছর বছর হজ্ব করি..
মাইকিং করে যাকাতের কাপড় দেই
হাটের সব থ্যাইকা বড় গরুগুলো কিন্যা কুরবানী দেই..

অন্যান্য ধর্মের আচার অনুষ্ঠানেও যোগ দেই,
শ্লোগান দেই নিরপেক্ষতার..

আসলে আমি কোনো ধর্মেরি লোকনা।
আমার কোনো ধর্ম নাই।
আমার সব কিছুই লোক দেখানো..
আমার ধর্ম বানিজ্য,
আমার পবিত্র গ্রন্থ ট্যাকা.. আমার এবাদত ভন্ডামী.. আমার নিয়ত লোক ঠকানো..

আমার অনেক ট্যাকার দরকার,
জমির দরকার, নামের দরকার, চেয়ারের দরকার..
সামনে পিছনে লোকের বহর দরকার..
আমি ভন্ড.. আমি ভন্ডের প্রেসিডেন্ট..

আমি সুইস ব্যাংকে ট্যাকা রাখবো..
বেগম পাড়ার ফ্ল্যাট কিনবো..
দুবাইতে বিশাল বানিজ্যালয় খুলবো..

আমার অনেক অনেক পতিত জমির দরকার..
সেই জমিদারদের মতো
পাইক পেয়াদা দিয়ে বছরে একবার ভিজিট করবো সেসব।
আঙ্গুল উচিয়ে দেখিয়ে বলবো, এই সব আমার..
আমি এই ষ্টেটের অধিপতি।

আমি দু’চারশ ইউটিউব চ্যানেল খুলবো
আমার গুন গান প্রচারের, প্রচারেই যে প্রশার..
আমার নামে তৈরি হবে ফাউন্ডেশন..
আর্তমানবতার নামে,
দেশ বিদেশ থেকে সংগ্রহ হবে ডোনেশন,
ডোনেশন, ডোনেশেন …. অনেক ডোনেশন,
যা শুধুই আমার..
আমার একার..
আমার নিজের..
কারন, আমি ভন্ড..

সমগ্র প্রিথিবি হাতে পেলেও আমার চাহিদার হবেনা শেষ..
কেননা আমি স্রষ্টা হতে চাই..

বিজ্ঞাপন বিষয়ে জানতে ক্লিক করুন

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। "Many more in one” শ্লোগানে যার পথচলা। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের প্রতি মুহূর্তের এক অপরিহার্য প্লাটফর্ম । তাদের অনলাইন সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ”সম্পূর্ন একটি সেবামূলক সাইট”

Check Also

উন্নয়নের নামে লুটপাট: দেশ ধ্বংসের মূল কারণ!

উন্নয়ন শব্দটি সাধারণত একটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত অগ্রগতিকে বোঝায়। তবে বর্তমানে অনেক জায়গায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Language »
error: Content is protected !!