Its a digital heaven for multi faceted blooging,
offering more than just words on a screen.

খুনের হিসেব কড়ায় গন্ডায় শোধরাতে হয়

খুনের হিসেব কড়ায় গন্ডায় শোধরাতে হয়;  চিরসত্য কথা। কিয়ামত অব্দি মসনদ টিকাইয়া রাখিবার জন্য যুগে যুগে যেই সকল রাজা বাদশারাই মানব খুনে হাত রঙিন করিয়াছিলো, সকলকেই মসনদ লইয়া এই রক্ত স্রোতের অতলান্তে ভাসিয়া যাইতে হইয়াছে। কেহই এই খুনের ঋন শোধ না করিয়া ধরাধাম হইতে পলায়ন করিয়া যাইতে পারে নাই।

কোটা আন্দোলনে শত শত নিষ্পাপ ছেলে মেয়েদের  নৃশংসভাবে  বধ করিয়া রাষ্ট্রনায়ক শেখ হাসিনা অতীতের সেই কারবালার পুনরাবৃত্তি ঘটাইয়াছেন। তিনিও এই রক্তের হিসেব না মিলাইয়া কি পাড় পাইয়া যাবেন? অনাগত সময়ই এর উত্তর প্রদান করিবে..

খুনের হিসেব কড়ায় গন্ডায়
মিলাতে হয় একদিন,
ইতিহাস যার সাক্ষি-
রক্ত দিয়েই শোধরাতে হয়
মানব খুনের ঋন।

কোনো রাজাধিরাজ ভাংতে পারে নাই
এ রীতি কোনোকালে,
ওরে যালিম, বর্বর, পাপিষ্ট
মিলবেনা তোরও ছাড়
অজস্র কৌশলে।

মায়ের বক্ষ শুন্য করে
ছিনিয়ে নিলি সন্তান,
রক্তের হুলি খেলায়
কারবালার উতখান-

মুহাররম মাসে তুই
এজিদের রুপ ধরে,
ছিনিয়ে নিলি হাজারো প্রান
সিমারের মত করে।

হায় হাসিনা, হায় হাসিনা
জাতীয় বেইমান,
শত শত ফুলের কলি
করলিরে তুই খান খান।

গনতন্ত্র করলি বিলীন
স্বৈরাচারের রোলারে,
ধিক দিতেও লাজে মরি,
তর মতো এক পাপিরে।

ইবলিশের রাজ করেছিস কায়েম
ওরে ডাইনী, রাক্ষুসি,
কেয়ামত অব্দি ধরে রাখবি মসনদ?
ভাবছিস মিছেমিছি।

নমরদ, ফেরাউন, কত শত সাদ্দাত
রাখতে পারেনি রাজ টিকিয়ে
হয়েছে কুপোকাত।

শিঘ্রি হবে তোরো দিন শেষ
ঝড়াস যতই রক্ত,
উপরওয়ালা ছাড় দেয়, ছেড়ে দেয়না
এটাই চরম সত্য।

মাসুম ছেলে মেয়েদের খুনে রাংগালি
পিচ ঢালা রাজপথ,
এই রক্তেই ভাসবিও তুই
নির্বোধ, কম্বখত।

সব শহীদের আত্বা তোকে
গিলে খাবে শিঘ্রি,
রক্ষা করতে পারবেনা শোন্
আর্মি পুলুশ বিজিবি।

কই পালাবি, কোথায় যাবি
লুকাতে যাস পাতালপুরে,
জমদুত তোকে আনবে খুঁজে,
পাহারসম পাতাল ফুড়ে।

– মো: শওকত আকবার

অন্তরের ভেতরকার সকল ব্যাথা বেদনার কথাগুলো কাউকে না কাউকে খুলিয়া বলিতে হয়। ভেতরটা তখন স্বচ্ছ মেঘের মতো হালকা হইয়া যায়। আজ বহুদিন ধরিয়া আমার ভেতরটায় নির্মমভাবে বুলেটের আঘাতে মৃত মাসুম ছেলে মেয়েগুলোর জন্য প্রচন্ড রকম বেদনা উতরাইয়া উঠিতে ছিলো। প্রচন্ড কষ্টে আমি জর্জরিত হইতে ছিলাম। কিছুই তো করিতে পারি নাই তাহাদের জন্য। শত শত প্রান ঝড়িয়া গেলো চোখের সম্মুখে। খবরের কাগজে যাহা রিপোর্ট হইতো বা টেলিভিশনের পর্দায় যাহা ভাসিয়া উঠিতো তাহাই পরখ করিতাম, আর আফশোশ করিতাম।

একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে সরকার বরাবর আমারতো অনেক কিছুই চাহিবার থাকিতে পারে । চাহিতে গেলেই যে নির্মমতার স্বীকার হতে হবে তা কেনো? তাহা হইলে আর স্বাধীন রহিলাম কোথায়?

তাহা হইলে কি ভাবিয়া লইতে পারি, আমরা এখনো পরাধীন। কোনো অশূভ শক্তির কাছে আমরা জিম্মি? 

আফশোশ, যেই মহীয়সী নারী একদা বলিয়াছিলেন, স্বজন হারানো ব্যথা আমার থেকে আর কে বেশি বোঝে? সেই মহিয়সীর হুকুমে কিভাবে আজ আমরা স্বজন হারালাম? তিনি কিরুপে এমন এক জঘন্য হুকুমদাতা হইলেন- তাহা আজ ভাবিয়াও কূল কিনারা পাইনা।

তাহার দ্বারা এমন জঘন্যতম হুকুম কিভাবে আসিতে পারে? তিনি দেশকে ভালোবাসেন। দেশের মানুষকে ভালোবাসেন। সর্বদা দেশ নিয়ে যিনি চিন্তিত। সেই রাষ্ট্রনায়ক মুহুর্তে কাহাদের প্ররোচনায় বা কাহাদের দ্বারা প্রলুব্ধ হইয়া এমন জঘন্যতম কর্মকান্ড সাধন করিলেন-তাহা আমার মতো আজ ১৮কোটি বাঙ্গালীর হৃদয়ে ঘুরপাক খাচ্ছে।

 

বিজ্ঞাপন বিষয়ে জানতে ক্লিক করুন

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। "Many more in one” শ্লোগানে যার পথচলা। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের প্রতি মুহূর্তের এক অপরিহার্য প্লাটফর্ম । তাদের অনলাইন সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ”সম্পূর্ন একটি সেবামূলক সাইট”

Check Also

উন্নয়নের নামে লুটপাট: দেশ ধ্বংসের মূল কারণ!

উন্নয়ন শব্দটি সাধারণত একটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত অগ্রগতিকে বোঝায়। তবে বর্তমানে অনেক জায়গায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Language »
error: Content is protected !!