সাদাকে যারা কালো বলে
কালোকে বলে সাদা,
তারাই আজ এই সমাজের
বড় বড় মাথা।
বলতে পারিনা আমি ওসব,
আমি মুর্খ তাই,
সমাজে আজ সকলেই জ্ঞানি
মুর্খ তো কেউ নাই।
ধর্ম বা রাজনীতিতে
সবাই পাকা পোক্ত,
সবার মুখেই জ্ঞানের বানী
আমার ভিতর রিক্ত।
সবাই নিজের স্বার্থ বুঝে
অন্যেরটা তো বুঝেনা,
ভালোমন্দ সুখ দুখ
অন্যেরটা কেউ দেখেনা।
নিজে বাঁচলে বাপের নাম
এই মন্ত্র পাঠে,
হর হামেশা চলছে সবাই
পথে ঘাটে মাঠে।
কে মরিলো কে বাঁচিলো
জানার নাই দরকার,
নিজেকে স্বার্থ উদ্ধারে আজ
কেউ ধারেনা কারোর ধার।
মানবতা ফাশি দিয়ে
ন্যায়, অন্যায় ভুলে,
স্বার্থের পিছে ছুটছে সবাই
নানান কৌশলে।
জ্বি জনাব, জ্বি জনাব
মোশাহেবির দল,
স্বার্থ বাগাতে সকলেই যেন
করছে নানান ছল।