মন দিয়ে কেউ ভালোবাসে নাই
নেয়নি কাছে টেনে,
স্নেহের পরশ মরিচিকা হয়েই
থাকলো জীবনে।
দূরে দূরেই রাখলো সবাই
রইলাম হয়ে পর,
হলাম নাতো আপন কারো,
কাঁদে এই অন্তর।
দুখগুলো চোখ বেয়ে তাই
বৃষ্টি হয়ে পড়ে,
বুক পাহাড়ের গা বেয়ে তা
ঝর্না হয়ে ঝরে।
গোপন ঘরেই থাকলো পরে
আমার সকল দুখ,
জানবে না কেউ কোনোকালেই
থাকলাম হয়েই মূক।
পাথর হয়েই এই জীবনের
হবে হয়তো সারা,
জানবেনা কেউ, “একাই ছিলাম”
ছিলাম “আপন হারা” ।।