Its a digital heaven for multi faceted blooging,
offering more than just words on a screen.

এক্সপেরিয়েন্স লেটার তৈরির অনলাইন সলিউশন

এক্সপেরিয়েন্স লেটার তৈরি করবেন যেভাবে

এক্সপেরিয়েন্স লেটার তৈরি করবেন যেভাবে: অনলাইন এক্সপেরিয়েন্স লেটার তৈরির সমাধান Showakatbd Experience Letter.  মাত্র ২ মিনিটেই তৈরি হবে প্রয়োজনীয় এক্সপেরিয়েন্স লেটার। Showakatbd এইচআরডির এক ভার্চুয়াল সহকারী।

এক্সপেরিয়েন্স লেটার তৈরি করবেন যেভাবে:

  • Showkatbd Experience Letter সাইটে অবস্থান করুন,
  • আপনার প্রয়োজনীয় ফর্ম বেছে নিন,
  • ধাপে ধাপে ফরমের প্রতিটি সেল পূরণ করুন। প্রতিটি সেলেই উদাহরন দেয়া আছে, সে মোতাবেক পূরন করুন।
  • PRINT বোতামে ক্লিক করলেই সার্টিফিকেট দৃশ্যমান হবে। প্রিন্ট করার আগে প্রিন্ট ব্রাউজার থেকে পেপার সাইজ, মার্জিন এবং হেডার ফুটার নির্বাচন করুন। (প্রতিষ্ঠানের লেটারহেড পেপারের সাইজ জেনে প্রিন্ট করুন)।

এক্সপেরিয়েন্স লেটার তৈরীতে যা ইনপুট করতে হবে:

  • অফিস প্রদত্ত একটি রেফারেন্স নম্বর,
  • সার্টিফিকেট প্রদানের তারিখ,
  • কোমপানির নাম,
  • এ্যামপ্লোয়ীর নাম,
  • অভিভাবকের নাম,
  • ঠিকানা,
  • জাতীয়তা,
  • জাতীয়তা শনাক্তকরণ নম্বর, (পাসপোর্ট/আবাসিক কার্ড/জাতীয় পরিচয়পত্র – যে কোনো একটি),
  • ধর্ম,
  • প্রতিষ্ঠানে যোগদানের সময়কাল বা তারিখ, যে সময়কাল বা তারিখ পর্যন্ত তিনি প্রতিষ্ঠানে ছিলেন বা কর্মরত আছেন তা উল্লেখ করতে হবে,
  • যে কর্মকর্তার দ্বারা চিঠিটি স্বাক্ষর করতে হবে তার নাম এবং পদবী।

নোট:  অফিশিয়াল লেটারহেডে সার্টিফিকেট প্রিন্ট এবং অফিসিয়াল সিল ও সাইন করা আবশ্যক এবং একটি সার্টিফিকেট ইস্যু করার আগে অবশ্যই প্রুফরিড করে নিবেন।

সচরাচর জিজ্ঞাস্য

প্র: অভিজ্ঞতা সনদের সুবিধা কী ?

উ. একটি অভিজ্ঞতার সনদ একজন টেকনিশিয়ান বা কর্মচারীকে আরও ভাল সুবিধা বা বেশী বেতন সহ একটি নতুন চাকরি পেতে সাহায্য করে৷

প্র: কিভাবে এবং কোথা থেকে অভিজ্ঞতার সনদ সংগ্রহ করবেন?

উ. আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেছেন বা এখনো কাজ করছেন সেই সংস্থার HR বিভাগ আপনাকে এই অভিজ্ঞতার সনদ প্রদান করবে। তবে আপনাকে অবশ্যই মৌখিক বা লিখিতভাবে অভিজ্ঞতা সনদের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।

প্র. এই অভিজ্ঞতার প্রশংসাপত্র কি 100% মানসম্মত?

হ্যাঁ.

প্র. সনদ তৈরিতে এইচআর বিভাগ কি এই ফর্ম্যাটের উপর নির্ভর করতে পারে?

উ. হ্যাঁ. আমার জানামতে, দেশের কিছু বড় প্রতিষ্ঠান এখান থেকে অভিজ্ঞতার সনদ তৈরি করছে। আমি তাদের কাছ থেকে পরামর্শ এবং উন্নয়ন সংক্রান্ত বেশ কয়েকটি ই-মেইল ​​পেয়েছি।

ভালো থাকুন, সুস্থ থাকুন- এই আশায়। যেকোনো পরামর্শ বা অনুসন্ধানের জন্য এই নম্বরে যোগাযোগ করুন – 01783989949 বা মেইল ​​করুন: showkatbd2022@gmail.com  এই আইডিতে। সকল পরামর্শ সাদরে গ্রহন করা হবে।

অনুরোধঃ একটুও যদি উপকৃত হোন, শেয়ার করে অন্যদের ব্যবহার করার ব্যবস্থা করুন। এটি আপনার জন্য একটি সাদাকায়ে জারিয়া হবে।

এক্সপেরিয়েন্স মেকার একটি ফ্রি সার্ভিস সাইট। আমার এই কঠোর পরিশ্রম অন্যদের সাহায্য করা। এটাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সকল প্রকার সাহায্য ও সহযোগিতা কামনা করছি। কর্ম জীবনের অভিজ্ঞতা ব্যবহার করে নথি তৈরির সমস্যা সমাধানের একটি প্রচেষ্টা মাত্র। সব ধরনের অনিচ্ছাকৃত ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

শওকতবিডি থেকে তৈরি সার্টিফিকেট এর নমূনা:

একটি এক্সপেরিয়েন্স লেটার এর উদাহরণ

এক্সপেরিয়েন্স লেটার তৈরির অনলাইন সলিউশন:

Start Now..

এক্সপেরিয়েন্স লেটার লিখুন অনলাইনে-শওকতবিডি এক্সপেরিয়েন্স লেটার মেকার

বিভিন্ন পেশাজিবীর এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরীর ওয়ান স্টপ সলিউশন Showkatbd Experience Letter, সময় ও অর্থ বাঁচাতে এবং মানসম্মত এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লিখার দুশ্চিন্তা দুরিকরনে একটি সহজ ও দুর্দান্ত প্লাটফর্ম ।

একটি প্রতিষ্ঠানের Human resource development (HRD) ডিপার্টমেন্টের জন্যেই এটি ডিজাইন করা। আপনার প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের মান সম্মত ও প্রফেশনাল জব এক্সপেরিয়েন্স লেটার তৈরীতে সহায়ক। ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ড্রাইভার, ইলেক্ট্রিশিয়ান, অফিস ম্যানেজার, শিক্ষক, যেই প্রফেশনের জন্যই হোক না কেনো, এই জেনারেটর আপনাকে কার্যকরী এবং প্রয়োজনীয় টেমপ্লেট সরবরাহ করবে।

এক্সপেরিয়েন্স লেটার তৈরির নিয়ম

What is work Experience Letter?

Experience Letter is a formal official and Business Letter printed information on company’s Letterhead with signature of authority and stamp of the company about a staff employment job confirmation. Experience Certificate also called an Appreciation Letter or Experience Statement.

কু্ক্সইক পেরিয়েন্স লেটার মেকার

How to write?

The experience certificate format must include Employer details as Name, position, period, and skills signed by the concerned authority to confirm the employment with the organization.  The certificate is issued by the employer on company’s letterhead and can be used for show previous employment history.

এক্সপেরিয়েন্স লেটার @ Googleshowkatbd@Google News

Work of HRD

A work Experience Certificate is a letter issued by the HR Department confirm the time period the employee was associated with the company and also certifies the skills and work experience of an employee.

It is also an essential Exit Letter, which is required when the employee leaves the company. This letter is required to verify the employee’s previous work skills and experience. Hence, the HR department should write this letter with utmost care.

Showkatbd Experience Letter Maker will help to write an work experience certificate within short time.

Great tools to generate Experience Letter

Experience Letter is a tool for creating job experience for various professions online very quickly and easily. Also an assistant in HRD Department.

Activities of Experience Letter Maker

  • Virtual Assistant Of HR Developments.
  • Free Online Service.
  • Quick Letter writing solution.
  • Any time, any where.
  • Famous experience letter maker apps.
  • No Registration, No Login.
  • It will save your time.

Experience Letter Making Solution-ShowkatbdOne stop solution for making experience certificate for all fields

Formats of Experience Letters for Sales & Marketing, Administration, Accounts, Human Resource,  Finance, Technician, Engineering, Teachers, PR Officer, Medical Officers and Doctor are available for your convenience. You can generate the best letter as per your professions from this apps .

All the below available Experience Certificate generator tools are created for our clients’ convenience.

Start Creating Experience Certificate

Easy way to generate a letter by Experience Maker Apps.

1.

Experience Letter Maker

Select the preferred form

2.

Answer some questions

3.

Make Print, Sign & Seal

Select Your Format

বিজ্ঞাপন বিষয়ে জানতে ক্লিক করুন

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। "Many more in one” শ্লোগানে যার পথচলা। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের প্রতি মুহূর্তের এক অপরিহার্য প্লাটফর্ম । তাদের অনলাইন সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ”সম্পূর্ন একটি সেবামূলক সাইট”

Check Also

Bank Account Closing Letter

Bank Account Closing Letter

Bank Account Closing Letter হচ্ছে,  পারসোনাল বা ব্যবসায়িক যে কোনো ধরনের ব্যাংক একাউন্ট বন্ধ করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Language »
error: Content is protected !!