আমরা জ্ঞানের কথা বলিনা, আমরা আমাদের কথা বলি, আমাদের মতো বলি, আমাদের ভাষায় বলি

বেহুদা প্যাঁচাল

বেহুদা প্যাঁচাল

0
(0)

বেহুদা প্যাঁচাল হলো জীবনের গাড়ি ঠেলতে ঠেলতে ক্লান্ত পরিশ্রান্ত মানুষগুলোর রোনাজারি আর মন্ত্রী আমলাদের কুৎসিত, বিভৎস জীবনযাপনের ছোটটো একটি ফর্দ । একদিকে দ্রব্যমূল্যের উর্ধগতিতে হিমশিম খাওয়া মানুষ, অন্যদিকে অকস্মাৎ ফুলে ফেঁপে উঠা এমপি, মন্ত্রী, সরকারি আমলা থেকে শুরু করে সরকার দলীয় লোকদের দৃষ্টিভঙ্গির আলোকপাত।

বেহুদা প্যাঁচাল
-শওকত আকবার

চাউলের দাম বাড়ছে দেশে
মাংশের দামো ম্যালা ?
এক জাতের লোক হুদাই চিল্লায়
বাড়ায় দেশে জ্বালা।

মাথা মোটা মুর্খ তারা
বুদ্ধি শুদ্ধিহীন,
দেশের জঞ্জাল বাড়ায় তারা
দিনের পর দিন।

সব্জি টবজি ওরাই খায়
ঐসব খেতে পারিনা,
ঐসবের দাম বাড়লে কমলেও
আমার কিছু যায় আসেনা।

আলু, মরিচ, পিয়াজের দাম
বাড়লে কি আর এমন হয় ?
১০০/২০০ ব্যাপারনা ভাই,
মাসিক আয় তো কম নয়,

বেতন আছে মাস কাবারি
বোনাস আছে সাথে,
সালামি পাই ফাইলে ফাইলে
বাণ্ডেল আসে হাতে

দেশের টাকা শেষ হইলেও
ফাইলের টাকার কমতি নাই,
দ্রব্য মুল্যের চিন্তা করা
সময় নষ্ট বেহুদাই।

এমপি আছে, মন্ত্রি আছে
আছে মজুতদার,
যার যা ইচ্ছা করে করুক
দেখবে তা সরকার।

আমার কাজ ফাইল দেখা
টাকার মেশিন খোঁজা,
বছর বছর হজ্ব করা আর,
করা নামায রোজা

কে মরিলো কে বাঁচিলো
জানার নাই দরকার।
জন্মিলে মরিতে হয়,
বাণী যে স্রষ্টার।

যায় রাজা, আসে রাজা
আমার চেয়ার পারমানেন্ট,
সুপার পাওয়ার এই চেয়ারের
আমিইতো এক গভর্মেন্ট।

নিজে বাঁচলে বাপের নাম
জ্ঞানীদের বানী,
তাদের কথাই হর হামেশা
চলছি আমি মানি।

নিত্যপণ্য আর দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে একশ্রেনীর লোকের উপহাসের চিত্র। তাদের দৃষ্টিতে বেশতো চলছে দিন। উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। মানুষের বেড়েছে আয়। দেশে এখন গরীবের সংখ্যা নেই বললেই চলে। সরকার টিকে থাক ক্ষমতায় হাজার হাজার বছর।

বেহুদা প্যাঁচাল

আমি মুর্খ মানুষ, আমিও চাই দেশে অনন্ত সময়কাল ধরিয়া সরকার ক্ষমতার আসনে উপবিষ্ট থাকুক। তাহার এমপি, মন্ত্রী, আমলা, দলীয় লোকের আরো ফুলিয়া ফাঁপিয়া উঠুক। যতো পারুক দেশের ট্যাকা বিদেশে পাঠাক, আমার তাতে কিস্সু আসে যায়না। আমি একটু সুখ শান্তিতে থাকবার চাই। আমার আয়ের সাথে ব্যায়ের মাত্রাটা যেন সমান তালে রাখিতে পারি, আমি তাহাই চাই। চাউলের দাম একটু কম হইলে, মাসের উনত্রিশখান দিন যেন শাক, লতা, পাতা দিয়া ভোজন করিতে পারি। মাসে যেনো একবার, একবেলা সাধের বউ আর জন্ম দেয়া বাচ্চা কাচ্চাগুলারে লইয়া গরুর গোশত দিয়া কয় লোকমা ভাত খাইতে পারি। আমার তো এর চাইতে আর বেশী কিসসুর দরকার নাই।

আমি ভাই অতো ধর্ম কর্ম বুঝিনা। বাপ দাদার ওয়ারিশসুত্রে মুসলমান। বছর বছর হজ্ব করিবারও ইচ্ছা আমার নাই। আমিতো নিজেই চলতে পারিনা। ঐসব পালন করবার ট্যাকা কই ? সারাক্ষন কেবলি বেহুদা প্যাঁচাল পারি, আমারতো বুদ্ধি শুদ্ধি নাই, তাই চর্ম চক্ষ্যে যাহা দৃশ্যমান হয়, তাহা লইয়াই একটুসখানি আকিবুকি করি। আপনেরা আবার এইসব আন্ডাপচা কথাগুলারে প্যাচাইয়েন না। আমি ভাই শান্তিকামী লোক, শান্তিতে থাকবার চাই। আপনারাও শান্তিতে থাকেন, উপর ওয়ালার কাছে আপনাদের জন্যিও দোয়া করিবো। আইজকার মতো বিদায়..

শওকতবিডি ই-ডকস্ - অফিস এখন আপনার হাতেইShowkatbd eDocs is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form. It will save your time ! Bengali, English and Arabic letter generator is available here.

image_printআর্টিকেল প্রিন্ট করুন

আর্টিকেল পড়ে আপনার অনুভূতি কি?

রেট দিতে তারকায় ক্লিক করুন!

গড় রেটিং 0 / 5. ভোট কাউন্ট হয়েছে: 0

এখন পর্যন্ত কোনো ভোট হয়নি! আপনিই প্রথম

আর্টিকেল পড়ে ভালো লাগলে...

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন!

We are sorry that this post was not useful for you!

Let us improve this post!

আমাদের জানান কিভাবে আমরা এই আর্টিকেল আরো উন্নত করতে পারি?

About মোহাম্মদ শওকত আকবার

আমি লিখতে ভালোবাসি।

Check Also

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভবিষ্যতের প্রযুক্তি

0 (0)   কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আজকের দিনে প্রযুক্তির সবচেয়ে আলোচিত এবং উদ্ভাবনী ক্ষেত্রগুলির মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »