অতীত বর্তমান নিয়ে মনে হয় প্রেমের পরে পৃথিবীর সব থেকে বেশী গল্প, কবিতা, উপন্যাস রচিত হয়েছে। সাহিত্যের প্রতিটি শাখায় বিচরন হয়েছে এই শব্দটি। একজন মানুষ যেমন এই তিনটি শব্দের মধ্যে সীমাবদ্ধ। তেমনি ঘুরে ফিরে এই তিনটি শব্দ দিয়েই গঠিত হয় সমাজ, সংসার, আমি, তুমি আমাদের, আজ, কাল আর আগামীর।
অতীত বর্তমান
– শওতক আকবার
পাখি ডাকা ভোর ছিলো
সোনালী দিন ছিলো
শান্তির ছায়া ছিলো
মায়া ভরা বুক ছিলো
দু নয়নে স্বপ্ন ছিলো
নিশি রাতে ঝিঝি ছিলো
আকাশে চাঁদ ছিলো
রাতে চোখে ঘুম ছিলো
বাবার শাষন ছিলো
মায়ের বকুনি ছিলো
ভাই বোনের খুনসুটি ছিলো
পড়া ফাকির রুটিন ছিলো
কলেজ ফাকির রোগও ছিলো
কবিতা লিখার চেষ্টা ছিলো
প্রেম নিয়ে ভাবনা ছিলো
না পাওয়ার বায়না ছিলো
লিচু চুরির গল্প ছিলো
ছিলনা তো ফেসবুক,
জীবনের পাতা থেকে
কেড়ে নিলো সব সুখ।
অতীত বর্তমান যুগে যুগে ছিলো, আছে, থাকবে অনাদি অনন্ত। সৃষ্টির শুরু যেমন অতীত, এই যে আমি, তুমি তা বর্তমান।