একজন অতি প্রতিভাবান কে বলা হলো আপনাকে দেশের অন্তর্বর্তি সরকারের উপদেষ্টা করা হলো, উনি দড়ি ছিড়ে দৌড়ে চলে আসলেন আর শপথ বাক্য পাঠ করলেন, হয়ে গেলেন উপদেষ্টা..
আজিব ব্যাপার.. ঘটনাটা টিকটক ভিডিওর মতোই। হ্যা, বলছিলাম, মোস্তফা সারোয়ার ফারুকির কথা।আপাদ্মস্তক যার ফ্যাসিবাদ আর শাহবাগী চাদরে আবৃত। এমন একজন লোকের কিভাবে ঠাই হয় এই সরকারে? তাহলে কি ফ্যাসিবাদের ভুত একটু একটু করে এগিয়ে আসছে জাতির সম্মুখে।