বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪

টিন সার্টিফিকেট থাকলেই কি আয়কর দিতে হবে?

টিআইএন TIN বা ই-টিআইএন e-TIN সার্টিফিকেট থাকলেই কি আয়কর দিতে হয়?

বিভিন্ন প্রয়োজনে TIN টিআইএন বা টিন সাটিফিকেট তৈরীর পরে আমাদের অনেকের ভেতরেই একটি ভয় কাজ করে থাকে যে, এই বুঝি পড়ে গেলাম ইনকাম ট্রেক্সের গ্যারাকলে। ইনকাম হোক আর নাই হোক হয়তো আমকে বুঝি প্রতিবছরই ইনকাম ট্যাক্স প্রদান করে যেতে হবে।

হ্যা, TIN টিআইএন বা টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে আয়কর দিতে হবে তবে অবশ্যই আপনার করযোগ্য আয় থাকতে হবে। (পূর্বের আলোচনায় বলেছি)

এনবিআর কর্তৃক নির্ধারিত গেজেট অনুসারে যদি করযোগ্য আয় থেকে থাকে তবেই আপনাকে Income Tax বা আয়কর পরিশোধ করতে হবে। অন্যথায় নয়। ( উক্ত আর্টিকেল টি ২০২২-২০২৩ এর জন্যও প্রযোজ্য )  আপনাকে শুধুই জিরো বা শুন্য বিবরনীতে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

মনে রাখবেন, NBR প্রতি বছরই আয়করের সীমা নির্ধারন করে গেজেট প্রকাশ করে থাকে। আর সে গেজেট দেখেই প্রতিটা করদাতা কর পরিশোধ করে থাকেন।  (আয়কর নির্দেশিকা 2022-2023)

যদি আপনার বাৎসরিক আয় ৩ লক্ষ টাকা এবং মহিলা ৩ লক্ষ ৫০ হাজার টাকার বেশী আয় থাকে এবং আয়ের উপর কর প্রযোজ্য হলেই আপনাকে আয়কর পরিশোধ করতে হবে।

নিচের উদাহরন থেকে স্পষ্ট ধারনা গ্রহন করতে পারেন,

ধরুন, আপনি একজন পুরুষ এবং আপনার বাৎসরিক আয় ৫ লক্ষ টাকা। অর্থ আইন, ২০২১ অনুসারে আপনার প্রথম ৩ লক্ষ টাকা করমুক্ত যার উপর কোন কর দিতে হবে না। অবশিষ্ঠ ২ লক্ষ টাকার প্রথম ১ লক্ষ টাকার উপর ৫% এবং পরবর্তী ১ লক্ষ টাকার উপর ১০% হারে আয়কর ধার্য করা হবে। সুতরাং আয়করের পরিমাণ নিম্নরূপ:

আয় কর হার করের পরিমাণ
প্রথম ৩,০০,০০০ টাকা (করমুক্ত) ০% ০/-
পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত ৫% ৫,০০০/-
পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত ১০% ১০,০০০/-
মোট ১৫,০০০/-

উল্লেখ্য, করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলেই একটি নুন্যতম আয়কর পরিশোধ করতে হয়।

নুন্যতম আয়করের তালিকা

ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার করদাতা ৫,০০০/-
অন্যান্য সিটি কর্পোরেশনের করদাতা ৪,০০০/-
সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকার করদাতা ৩,০০০/-

অর্থাৎ আয় অনুসারে ধার্যকৃত করের পরিমাণ নুন্যতম আয়করের কম হলে, আপনাকে নুন্যতম কর পরিশোধ করতে হবে।

তাছাড়া, তৃতীয় লিঙ্গের করদাতা এবং ৬৫ বছর বা তার বেশি বয়সের পুরুষ ও মহিলার ক্ষেত্রে বছরে ৩,৫০,০০০ টাকার বেশি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪,৭৫,০০০ টাকার বেশি আয় হলে কর দিতে হবে।

তবে কর অব্যাহতি প্রাপ্ত আয় থাকলেও কিছু কিছু উতসে আয়ের উপর ক্সেত্রে সরকার সম্পূর্ন কখনোবা আংশিক কর অব্যাহতি বা ছাড় দিয়ে থেকে। অর্থ্যাৎ তাদের কোনো কর পরিশো করতে হয় না। যেমন :

  • বৈদেশিক রেমিটেন্স, সরকারি ভাতা ও পেনশনের টাকা সম্পূর্ণ করের অব্যাহতি প্রাপ্ত।
  • আবার হাঁস-মুরগির খামার থেকে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রথম ২০ লাখ টাকা পর্যন্ত কোন কর দিতে হবে না।

২০২২-২০২৩ সালের আয়কর নির্দেশিকা অনুযায়ী টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে না। আপনার করযোগ্য আয় থাকলে অথবা বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে এমন ব্যক্তির তালিকায় থাকলেই আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

কখন বাধ্যতামূলক আয়কর রিটার্ন দাখিল করতে হবে

বাধ্যতামূলক আয়কর রিটার্নের ক্ষেত্রে আপনার আয় শুন্য হলেও আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। তবে আপনি নির্ভয়ে থাকুন আপনাকে আয়কর দিতে হবে না

নিম্মোক্ত ক্ষেত্রে আপনার আয় শুন্য হলেও আপনাকে টিন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে এবং বাধ্যতামূলক আয়কর রিটার্ন দাখিল করতে হবে। (আয়কর নির্দেশিকা 2022-2023)

  • করদাতার মােট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে
  • আয়বর্ষের পূর্ববর্তী তিন বছরের যে কোন বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযােগ্য হয়ে থাকে
  • ফার্মের অংশীদার হলে
  • কোম্পানির শেয়ারহােল্ডার পরিচালক বা শেয়ারহােল্ডার কর্মচারী হলে
  • সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের বা প্রচলিত কোন আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের কর্মচারী হয়ে ১৬,০০০ টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করলে
  • কোন ব্যবসায় বা পেশায় যেকোন নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভােগী কর্মী হলে
  • কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযােগ্য আয় থাকলে
  • মােটর গাড়ির মালিক হলে
  • সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোন ব্যবসা বা পেশা পরিচালনা করলে
  • মূল্য সংযােজন কর আইনের অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ থাকলে
  • চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোন স্বীকৃত পেশাজীবী সংস্থার নিবন্ধিত হলে
  • আয়কর পেশাজীবী হিসেবে জাতীয় রাজস্ব বাের্ডে নিবন্ধিত হলে
  • কোন বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্য হলে
  • কোন পৌরসভা বা সিটি করপােরেশনের কোন পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হলে
  • সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা বা কোন স্থানীয় সরকারের কোন টেন্ডারে অংশগ্রহণ করলে
  • . কোন কোম্পানির বা কোন গ্রুপ অব কোম্পানিজের পরিচালনা পর্ষদে থাকলে
  • মটরযান, স্পেস/স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক এক্টিভিটিজে অংশগ্রহণ করলে
  • লাইসেন্সধারী অস্ত্রের মালিক হলে।

আশা করি আয়কর প্রদানের বিষয়ে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকবেন।

image_printআর্টিকেল প্রিন্ট করুন
বিজ্ঞাপন বিষয়ে জানতে ক্লিক করুন

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। "Many more in one” শ্লোগানে যার পথচলা। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের প্রতি মুহূর্তের এক অপরিহার্য প্লাটফর্ম । তাদের অনলাইন সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ”সম্পূর্ন একটি সেবামূলক সাইট”

Check Also

এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরী করুন সহজেই

এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ বা অভিজ্ঞতা প্রশংসা পত্রটি আনুষ্ঠানিকভাবে কোম্পানী বা কর্মস্থানের নিয়োগ কর্তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Language »
error: Content is protected !!