মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এক্সপেরিয়েন্স লেটার

মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এক্সপেরিয়েন্স লেটার: একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর জন্য কিভাবে অল্প সময়ে একটি মান সম্মত অভিজ্ঞতার চিঠি তৈরী করা যায়, তা নিয়েই আজকের এ আলোচনা।

মেডিকেল রিপ্রেজেন্টেটিভ: একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ফার্মাসিউটিক্যাল / মেডিকেল কোম্পানি / স্বাস্থ্য সেবাভিত্তিক পেশার মধ্যে যোগাযোগের মূল প্রতিনিধি। তারা উক্ত প্রতিষ্টান সমূহের পণ্য প্রচার ও বিক্রির কাজ কর থাকেন। তাদের মূল গ্রাহক তালিকায় ডাক্তার, নার্স ও ফার্মাসিস্ট উল্লেখযোগ্য।

এক্সপেরিয়েন্স লেটার এর প্রয়োজনীয়তা: একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তার অতীত কর্মের অভিজ্ঞতা প্রমানের জন্যেই এই সার্টিফিকেট প্রয়োজন। এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে আরো ভালো সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই লেটার বিশেষ ভূমিকা রাখে।

হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট: যে কোনো প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট উর্দ্ধতন কর্মকর্তার আদেশে এই লেটার প্রদান করে থাকেন। আর এই  হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের জন্যেই সার্টিফিকেট তৈরীর নির্ভরযোগ্য অনলাইন আ্যপস্ showkatbd.com/experience-maker. মাত্র ২ মিনিটে তৈরী হবে একটি এক্সপেরিয়েন্স লেটার।

মেডিকেল রিপ্রেজেন্টেটিভ

মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এক্সপেরিয়েন্স লেটার ক্রিয়েশন আ্যপস :

ইংরেজি ভাষায় :

Make Letter

বাংলা ভাষায় :

Make Letter

বিনামূল্যে ! রেজিষ্ট্রেশন ও লগইন ছাড়াই..

1.

পছন্দের ফরম সিলেক্ট করুন

পছন্দের ফরম সিলেক্ট করুন

2.

কিছু প্রশ্নের উত্তর দিন

কিছু প্রশ্নের উত্তর দিন

3.

প্রিন্ট করুন, স্বাক্ষর ও সীল দিন

প্রিন্ট করুন, স্বাক্ষর ও সীল দিন

মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এক্সপেরিয়েন্স লেটার তৈরীর নির্দেশিকা  :

ধাপ – ১: উপরে উল্লেখিত যে কোন একটি ফরম নির্বাচন করুন। এক্সপেরিয়েন্স লেটার তৈরীর ফরম ভিজিবিল হবে। প্রয়োজনীয় সকল তথ্যা ইনপুট করুন। অত:পর PRINT বোতামে ক্লিক করুন।

ধাপ-২: ইনপুট করা সকল তথ্যসহ একটি চিঠি দৃশ্যমান হবে। চিঠির একদম নীচ থেকে PRINT NOW বোতামে ক্লিক করুন।

ধাপ-৩: প্রিন্ট ব্রাউজার দৃশ্যমান হবে। পেপার সাইজ নির্বাচন করুন, মার্জিন নির্বাচন করুন। হেডার ফুটার অপশন আনচেক করুন।

ধাপ-৪: প্রিন্টারে অফিশিয়াল লেটারহেড প্রবেশ করান।

ধাপ-৫: সর্বশেষ প্রিন্ট ব্রাউজার থেকে আবার PRINT বোতামে ক্লিক করুন। হয়ে গেলো আপনার চিঠি তৈরী ! চিঠিটি নিচের ছবির ন্যায় দৃশ্যমান হবে।

মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর জন্য তৈরী অভিজ্ঞতার সনদ
মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর জন্য তৈরী অভিজ্ঞতার সনদ: নমূনা কপি

চিঠি তৈরীতে যা প্রয়োজনীয় :

  • প্রতিষ্ঠানের লেটারহেড / অফিশিয়াল পেড,
  • স্বাক্ষরকারী উর্ধতন অফিসারের নাম ও পদবী।

চিঠি তৈরীতে যেসব তথ্য ইনপুট করবেন :

  • অফিস প্রদত্ত একটি রেফারেন্স নাম্বার,
  • সার্টিফিকেট তৈরির তারিখ,
  • যে প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বা আছেন সেই প্রতিষ্ঠানের নাম,
  • এমপ্লোয়ী/টেকনিশয়ান/কর্মচারী/আবেদনকারীর নাম,
  • ঠিকানা,
  • জাতীয়তা,
  • জাতীয়তা পরিচিতি নাম্বার, (পাসপোর্ট/রেসিডেন্ট কার্ড/ন্যাশনাল আইডেনটিটি কার্ড – যে কোনো একটি),
  • ধর্ম,
  • প্রতিষ্ঠানে যোগদানের সময়কাল বা তারিখ,
  • প্রতিষ্ঠানে যেদিন পর্যন্ত কর্মরত ছিলেন বা আছেন, সেই সময়কাল বা তারিখ,
  • যে কর্মকর্তার দ্বারা লেটারটি সহি স্বাক্ষর সম্পাদন হবে তার নাম ও পদবী,
  • ফরমে উল্লেখিত প্রশংসিত / গুনবাচক অপশনগুলো ধারাবাহিকভাবে পছন্দ মতো নির্বাচন করতে হবে।

মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কি এবং এর ভূমিকা ও দায়িত্ব

মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা চিকিৎসা প্রতিনিধিরা ফার্মাসিউটিক্যাল / মেডিকেল কোম্পানি ও স্বাস্থ্য সেবাভিত্তিক পেশার মধ্যে যোগাযোগের মূল প্রতিনিধি। যে কোন ফার্মাসিউটিক্যাল / মেডিকেল কোম্পানির পণ্য প্রচার ও বিক্রির কাজ করেন তারা। তাদের গ্রাহক তালিকার মধ্যে ডাক্তার, নার্স ও ফার্মাসিস্ট উল্লেখযোগ্য।

স্বাস্থ্য সেবা ভিত্তিক পণ্য বিক্রয় করে, এমন যে কোন প্রতিষ্ঠানে এ পেশা বিদ্যমান। সরকারি-বেসরকারি হাসপাতাল, ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও সীমিত পরিসরে সশস্ত্র বাহিনীর মেডিকেল বিভাগে কাজ করার সুযোগ রয়েছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাদে এই পদটির আরো ভিন্ন ভিন্ন কিছু নাম রয়েছে :

  • মেডিকেল সার্ভিসেস অফিসার,
  • মেডিকেল ইনফরমেশন অফিসার,
  • মেডিকেল প্রমোশন অফিসার ।

কাজের ধরন : পণ্য সচেতনতা বাড়ানো, পণ্য সংক্রান্ত পরামর্শ ও প্রশ্নের উত্তর দেয়া এবং গ্রাহকদের নতুন পণ্যের সাথে পরিচয় করিয়ে দেয়া একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের মূল কাজ।

সাধারণত যে ধরনের কাজ মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা করে থাকেন, তার মধ্যে রয়েছেঃ

  • ক্লিনিক বা হাসপাতালের মতো প্রতিষ্ঠানগুলোতে কাজ করা স্বাস্থ্য সেবাকর্মীদের (উদাহরন: ডাক্তার, নার্স ও ফার্মাসিস্ট) সাথে নিয়মিত ও সরাসরি যোগাযোগ করা;
  • ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন প্রতিষ্ঠান ও গ্রাহক সনাক্ত করা;
  • স্বাস্থ্য ও চিকিৎসা খাতের পেশাজীবীদের কাছে কোম্পানির পণ্য উপস্থাপন করা;
  • কোম্পানির পণ্য কেমন বিক্রি হচ্ছে, সে ব্যাপারে বিস্তারিত রেকর্ড রাখা;
  • কোন ধরনের পণ্যের বিক্রি ভালো হচ্ছে, সে ব্যাপারে খোঁজখবর নিয়ে কোম্পানিকে অবগত করা;
  • অন্যান্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে নিয়ে ট্রেড প্রদর্শনী, সম্মেলন ও প্রয়োজনীয় মিটিংয়ের ব্যবস্থা করা;
  • পণ্য বিক্রয়ের বাজেট তৈরি করা;
  • কোম্পানির জন্য রিপোর্ট লেখা।

এবাউট এক্সপেরিয়েন্স মেকার

বিভিন্ন পেশাজিবীর এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরীর ওয়ান স্টপ সলিউশন showkatbd.com/experience-maker . সময় ও অর্থ বাঁচাতে এবং মানসম্মত এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লিখার দুশ্চিন্তা দুরিকরনে সহজ ও দুর্দান্ত প্লাটফর্ম । মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এক্সপেরিয়েন্স লেটার মেকার
যে কোন প্রতিষ্ঠানের Human resource development (HRD) ডিপার্টমেন্টের জন্যেই এটি ডিজাইন করা। প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের মান সম্মত ও প্রফেশনাল জব এক্সপেরিয়েন্স লেটার তৈরীতে সহায়ক। ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ড্রাইভার, ইলেক্ট্রিশিয়ান, অফিস ম্যানেজার, শিক্ষক, যেই প্রফেশনের জন্যই হোক না কেনো, এই অ্যাপস আপনাকে কার্যকরী এবং প্রয়োজনীয় ডকুমেন্টস্ সরবরাহ করবে।

Enjoy It!

এক্সপেরিয়েন্স লেটার সমগ্র :

Start Now..

অ্যাপস্ টি যদি ভালো লাগে, শেয়ার, কমেন্টস করুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, এই কামনায়। আল্লাহ্ হাফেজ।

কন্ট্রিবিউটর : মোহাম্মদ শওকত আকবার,

যোগাযোগ – 01783989949

ই-মেইল – showkatbd2022@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!