বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
বিশ্বের সবচে কৃপন মানুষ

বিশ্বের সবচে কৃপন মানুষ হেট্টি গ্রিন

বিশ্বের সবচে কৃপন মানুষ হেট্টি গ্রিন। একজন আমেরিকান নারি। বিশ্বের সবচে কৃপন মানুষ। বিশাল সম্পদশালি হয়েও সর্বকালের সেরা কৃপন খ্যাতি এই আমেরিকার নিউ ইয়র্ক শহরের এ বাসিন্দার। তিনি এতটাই কৃপন ছিলেন যে, গা ঘিন ঘিন করে উঠবে তার কৃপনতার উদাহরন শুনলে :

  • খরচ বাচানোর জন্য 15 সেন্ট ব্যয় করে খেতেন এক ধরনের ঠাণ্ডা পুডিং।
  • পরিধান করতেন সব সময় কালো পোশাক। যা ধুতে হতো কম।
  • একেবারে জরাজির্ন হওয়ার আগ পর্যন্ত তিনি তার একমাত্র কালো পোশাকটি কখনও পরিবর্তন করতেন না।
  • প্রচন্ড শিতেও গরম পানি পর্যন্ত ব্যবহার করতেন না।
  • পানি খরচ হবে বলে হাত ধুতেন কম।
  • গাড়িও চড়তেন একটি অতি পুরনো।
  • সাবান খরচ বাচানোর জন্য তার পোশাকের অতিরিক্ত ময়লা হয়ে যাওয়া অংশটুকুই শুধু ধুয়ে নিতেন।

হেট্টি গ্রিন পেশায় ছিলেন একজন সফল রিয়েল স্টেট ব্যবসায়ি। ১৮৩৫ সালে যার জন্ম। মৃত্যু ১৯১৬ সালে। মৃত্যুর সময় ব্যাংকে ৯৫ মিলিয়ন ডলার অর্থাৎ বর্তমান হিসাবে প্রায় ৭৫ কোটি টাকা রেখে যান।

হেট্টি গ্রিন, বিশ্বের সবচে কৃপন মানুষ যিনি সে সময়ের অন্যতম ধনি হেট্টি গ্রিনের পারিবারিক একটি ঘটনা আরো অবাক করার মতো। এক দুর্ঘটনায় তার ছেলের পা ভেঙে যায়। সন্তানকে দ্রত চিকিৎসা না দিয়ে দাতব্য চিকিৎসালয়ের সন্ধানে এতো বেশি সময় ব্যয় করেন যে, ছেলের পায়ের প্রপার চিকিৎসা করা সম্ভব হয়ে উঠেনা। যার কারনে তার ছেলের পা নষ্ট হয়ে অকেজো হয়ে যায় !

অবাক পৃথিবিতে আরো জানুন  :

image_printআর্টিকেল প্রিন্ট করুন

বিজ্ঞাপন দিন ফ্রিতে,

ফ্ল্যাট বা জমি বিক্রয় করতে চান? ক্রেতা খুঁজছেন? বিজ্ঞাপন দিন Showkatbd Trading এ । বিজ্ঞাপন পোস্ট করে খুঁজে নিন পছন্দসই ক্রেতা। বিজ্ঞাপন পোস্ট করতে ক্লিক করুন..

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। "Many more in one” শ্লোগানে যার পথচলা। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের প্রতি মুহূর্তের এক অপরিহার্য প্লাটফর্ম । তাদের অনলাইন সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ”সম্পূর্ন একটি সেবামূলক সাইট”

Check Also

জীবনকে উপভোগ করার নাম সংসার

জীবনকে উপভোগ করার নাম সংসার

জীবনকে উপভোগ করার নাম সংসার! যুগ যুগ একই ছাদের নিচে থেকেও, অনেক সময় একজন অন্যজনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Language »
error: Content is protected !!