ভিসার জন্য NOC : বিদেশ ভ্রমনের জন্য ভিসার প্রয়োজন। আর ভিসার প্রয়োজনে এ্যাম্বাসীতে সাবমিট করতে হয় এ্যাম্বাসীর রিকোয়ারমেন্ট অনুযায়ী বেশ কিছু ডকুমেন্টস। তার মধ্যে No Objection Certificate (NOC) বা অনাপত্তি পত্রটি অন্যতম। একজন এ্যামপ্লোয়ির অনুরোধে কর্মরত প্রতিষ্ঠানের এইচআরডি বিভাগ প্রদান করে থাকে এই এনওসি। নিচের ফরম দিয়ে সহজেই একটি এনওসি তৈরি করুন!
NOC তৈরির নির্দেশিকা :
- উপরের ফরমটি পুরন করে
- PRINT প্রিন্ট বোতামে ক্লিক করুন।
- অনাপত্তি পত্রটি দৃশ্যমান হবে। সবকিছু ঠিক থাকলে চিঠির নীচের প্রিন্ট বোতামে চাপলেই প্রিন্ট ব্রাউজার উপস্থিত হবে। ( এবার আপনার কোম্পানীর লেটার হেড প্রিন্টারে প্রবেশ করান।
- পেপার সাইজ নির্ধারন করুন,
- মার্জিন নির্ধারন করুন (প্রয়োজন মতো),
- হেডার ফুটার অনচেক করুন,
- শেষ ষ্টেপ প্রিন্ট বোতামে ক্লিক করুন।
ব্যাস, পেয়ে যাবেন প্রিন্টেড NOC, আপনার কোম্পানীর অথোরিটি কর্তৃক সাইন, সীল সম্পাদন করুন। হেন্ড ওভার করুন আবেদনকারীকে।
Printed Sample Copy of No Objection Certificate :
ভিসার জন্য NOC : কিভাবে ভিসা আবেদনের জন্য কোম্পানী থেকে একজন কর্মচারী বা কর্মকর্তাকে অল্পসময়ে একটি অনাপত্তি পত্র জেনারেট করে দিবেন, তা নিয়েই আলোকপাত করার চেষ্টা করবো।
বিদেশ ভ্রমনের জন্য ভিসার প্রয়োজন। আর ভিসার প্রয়োজনে এ্যাম্বাসীতে আপনাকে সাবমিট করতে হয় এ্যাম্বাসীর রিকোয়ারমেন্ট অনুযায়ী বেশ কিছু ডকুমেন্টস। তার মধ্যে No Objection Certificate (NOC) বা অনাপত্তি পত্রটি অন্যতম। পত্রটি কর্মরত প্রতিষ্ঠানের এইচআরডি বিভাগ প্রদান করে থাকে । সেজন্য আপনাকে অফিস বরাবর একটি লিখিত আবেদন করতে হবে।
এইচআরডি বিভাগের জন্য তৈরী নো অবজেকশন সার্টিফিকেট (NOC): এইচআরডি বিভাগে কর্মরত আছেন, অথচ ইতিপূর্বে কোন রকম অনাপত্তিপত্র তৈরী করেন নাই, তাদের জন্য বিষয়টি একটু কষ্টের হয়ে দাড়ায়। আর তাদের জন্যেই এই সহায়ক জেনারেটর ফরম। যেন সহজেই কিছু তথ্য প্রদানের মাধমে একটি অনাপত্তি পত্র তৈরী করতে পারেন। যা তৈরী করতে সময় লাগবে মাত্র দুই মিনিট।
এইচআরডি বিভাগের ভার্চুয়াল এসিসটেন্ট : Showkatbd.com
1. NOC তৈরীতে যা আবশ্যক : 1. কোম্পানীর লেটারহেড 2. অথোরিটি কর্তৃক সীল স্বাক্ষর প্রদান।
2. NOC তৈরীতে এই বিষয়গুলো অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে : 1. প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তির নাম এবং পদবী, পাসপোর্ট নাম্বার ইত্যাদি 2. সফরকারী দেশে আন্তর্জাতিক ভ্রমণের উদ্দেশ্য এবং সময়কাল 3. আবেদনকারীর বার্ষিক/মাসিক বেতন 4. আবেদনকারী / কর্মচারীর বিদেশ সফরে অনাপত্তির ঘোষণা 5. ভ্রমণের পুরো সময়ের জন্য ছুটির অনুমোদনের উল্লেখ।
Showkatbd.com is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form. It will save your time !
FORM2Dox
DOCUMENTCreation Tools
Create More Documents :