কাবিননামা তৈরিরসলিউশন
অনলাইনে জেনারেট করুন কাবিননামা। এই ফরম পুরন করে প্রিন্ট করলেই পেয়ে যাবেন আপনার কাবিননামা। প্রয়োজনে সম্পূর্ন টেক্সট কপি করে এম এস ওয়ার্ডে নিয়েও প্রিন্টআউট করতে পারেন। It will save your time !
প্রিন্ট ইন্সট্রাকশন : নিকাহ নামা ফরম পূরন হলে প্রিন্ট অপশন ক্লিক করুন। আপনার নিকাহনামা দৃশ্যমান হবে। এখান থেকে এ4 হলে ৩ পৃষ্টা আর লিগ্যাল সাইজ পেপার হলে ২ পৃষ্ঠায় প্রিন্ট করুন।
বাংলাভাষায়
নিকাহ্ নামা
[ বিধি ২৭ (১) (ক) দ্রষ্টব্য ] গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ এর বিধি ২৮ (১) (ক) অনুযায়ী বিবাহ ফরম
উপরের ফরম দিয়ে প্রিন্ট করা দুইটি কাবিননামার উদাহরন দেখানো হলো:
উদাহরন: ২ (দুই) পৃষ্টার কাবিননামা
kabinama2-pgউদাহরন: ৩ (তিন) পৃষ্টার কাবিননামা
kabinama3pgকাবিননামা, নিকাহনামা নামেও পরিচিত। আরবীতে عقد زواج আক্বদ যাওয়াজ আর ইংরেজিতে Marriage Deed বলা হয়।
The nikah nama is a written document that two Muslim partners entering into a civil union must put their signature on in order to legalize their marriage. Under the Muslim Family Laws Ordinance 1961, it is the legal evidence of said union and lays out the rights and obligations agreed upon the by the bride and groom.
কাবিননামা একটি আইনি বাধ্যবাধকতা। বাংলাদেশের আইন অনুযায়ী সরকার কর্তৃক মনোনীত কাজী সরকার নির্ধারিত ছকে কাবিননামা সম্পাদন করে থাকেন। স্ত্রীর প্রাপ্য দেনমোহর আদায়, স্ত্রীর ভরণপোষণ, উত্তরাধিকার নির্ণয়, সন্তানের পিতৃত্ব ইত্যাদি ক্ষেত্রে যথাযথভাবে নিবন্ধিত কাবিননামা একটি আইনি দলিল।
হাজার বছর ধরে বিভিন্ন সভ্যতা ও সমাজে টিকে আছে এই বিয়ের ধারণা। স্বামী-স্ত্রীর সম্পর্ক নির্ধারণের এই নিয়মে যুগে যুগে এসেছে নানা পরিবর্তন ও সংশোধন। এটি মূলত একটি আইন দলিল। কাবিননামা তৈরি করা হয় মূলত দম্পতির পছন্দ অনুযায়ী বিয়ের কিছু শর্ত নির্ধারণের উদ্দেশ্যে।
আসুন জেনে নেয়া যাক কাবিননামার ১০টি বিষয়:
২. দেনমোহর প্রদান : কাবিননামায় মোহরানার পরিমাণের পাশাপাশি কখন এবং কীভাবে মোহরানা দেওয়া যেতে পারে সে বিষয়ে শর্ত নির্ধারণ করা হয়। সবার আগে দেনমোহর কোনো সম্পত্তি বা গয়না হিসেবে দেওয়া হচ্ছে কি না, কতটা বকেয়া আছে এবং বকেয়ার পরিমাণ কিস্তিতে নাকি এককালীন পরিশোধ করা হবে ইত্যাদি বিষয় কাবিননামায় উল্লেখ করতে হয়।
৫. দম্পতির ‘উকিল’ : কাবিননামা দম্পতিকে ‘উকিল’ বাছাইয়ের অনুমোদন দেয়। তিনি দম্পতির অধিকারের বিষয়ে পরামর্শ দেবেন এবং তাদের দাম্পত্য জীবনে কোনো বিবাদ দেখা দিলে তা সমাধানে কাজ করবেন।
৬. সাক্ষী : কাবিননামা চুক্তি সইয়ের সময় উভয় পক্ষ থেকে কমপক্ষে ২ জন সাক্ষী উপস্থিত থাকতে হবে এবং কাবিননামায় সাক্ষীদের সঙ্গে যোগাযোগের বিবরণ উল্লেখ করতে হবে। কারণ, বিবাদের ক্ষেত্রে সাক্ষীরা যেন ঘটনা যাচাইয়ের জন্য নিরপেক্ষ পক্ষ হিসেবে কাজ করতে পারেন।
৭. ভাষা : বাংলাদেশে কাবিননামা বাংলায় লেখা হয়। দম্পতি প্রয়োজনে সাপেক্ষে পরে এটি যেকোনো ভাষায় অনুবাদ করিয়ে নিতে পারবেন।
৮. আগের বিয়ের বিবরণ : কনে আগে কোনো বিয়ে করে থাকলে তার বিবরণ কাবিননামায় উল্লেখ করতে হবে। তাকে বিয়ে ভাঙার কারণ, যেমন তালাক, মৃত্যু বা অন্যান্য কারণ উল্লেখ করতে হবে।
৯. বহুবিয়ের ক্ষেত্রে কাউন্সিলের অনুমতি : মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী একজন পুরুষ সর্বোচ্চ ৪ নারীকে বিয়ে করতে পারেন। এ ক্ষেত্রে বরকে সালিশি পরিষদ থেকে লিখিত অনুমতি নিতে হবে। কাবিননামায় সালিশি পরিষদের কাছ থেকে পাওয়া অনুমতির বিবরণ থাকতে হবে। এ অনুমতি ছাড়া বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ।
১০. অন্যান্য শর্ত : কাবিননামার একটি অংশে দম্পতি নিজেদের মতো করে শর্ত যোগ করতে পারে। এই অংশটি দম্পতিকে একে অপরকে দেওয়া অঙ্গীকারকে আইনি ভিত্তি দেওয়ার সুযোগ দেয়। সুযোগটি ব্যবহার করে তারা জীবনযাত্রা, পারিবারিক ও সামাজিক জীবন, একে অপরের প্রতি দায়িত্ব এবং আরও অনেক কিছু সম্পর্কে নির্দেশিকা তৈরি করতে পারে।
Showkatbd Letter Generator
Letter Generator is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form. It will save your time !
FORM2Dox
DOCUMENTCreation Tools
তৈরি করুন আরো ডকুমেন্টস: