Its a digital heaven for multi faceted blooging, offering more than just words on a screen

Relieving Letter Maker

Relieving Letter Maker is a simple tool to create a letter in response to resignation by an organization after issuing a letter requesting to release an employee. The HR department of any organization issues this letter.

Create a relieving letter letter in just one minute from the form below. It will save your time!

Relieving letter

This letter written for :

Enter the name, title and address of the authority by whom this letter is signed

Choose Your Template and Print




Format-1 থেকে প্রিন্ট করা একটি নমূনা কপি :

Relieving Letter Maker, Example-1

Format-2 থেকে প্রিন্ট করা একটি নমূনা কপি :

I will fight to make letters, you will get benefits.
Enjoy Now.

It will save your time and money.

Relieving Letter Maker

একটি Relieving Letter Maker হল, একজন কর্মচারির কর্ম হতে অব্যাহতি প্রদানের পরে উক্ত কর্মক্ষেত্র থেকে অব্যাহতির প্রতিক্রিয়া জানানো চিঠি তৈরি করন এপ্লিকেশন। যে কোনো প্রতিষ্টানের এইচ আর ডিপার্টমেন্ট এই চিঠি জারি করে।

রিলিভিং লেটার পরিচিতি

একজন কর্মচারীর পদত্যাগের আনুষ্ঠানিক নোটিশের লিখিত প্রতিক্রিয়া রিলিভিং লেটার। এটি কর্মচারী চলে যাওয়ার অভিপ্রায়ে  যে নোটিশ প্রদান করেছে তা স্বীকার করে এবং তার কর্মসংস্থানের শেষ দিন নিশ্চিত করে। সাধারণত, একটি কোম্পানির এইচআর বিভাগ থেকে রিলিভিং চিঠি তৈরি হয়।  তবে প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তা বা সরাসরি মালিক নিজে বা একজন ম্যানেজার বা সুপারভাইজারও এটি প্রদান করতে পারেন।

রিলিভিং লেটার অভিজ্ঞতার চিঠি থেকে কিছুটা ভিন্ন, যা কোম্পানির জন্য কর্মচারীর কাজ করার সময়কাল, অভিজ্ঞতার বিবরণসহ, একটি প্রশংসামূলক চিঠি প্রমাণ দেয় যে, উক্ত কর্মচারী কোম্পানির প্রতি তার দায়িত্ব যথাযথভাবে নিষ্টার সাথে পালন করেছেন। বেশিরভাগ প্রতিষ্ঠানই কর্মচারীর শেষ দিনে রিলিভিং লেটার জারি করে থাকে।

Relieving Letter এর প্রয়োজনীয়তা :

  1. এটি কর্মচারীকে কোম্পানির দায়িত্ব থেকে মুক্তি দেয়
  2. কোম্পানী ছেড়ে যাওয়ার অভিপ্রায় স্বীকার করে। 
  3. এটি কোম্পানির কর্মচারীর পরিষেবার একটি আনুষ্ঠানিক সমাপ্তি প্রদান করে এবং প্রমাণ দেয় যে কোম্পানি কর্মচারীর অব্যাহতি পত্র গ্রহণ করেছে।
  4. কর্মচারী নতুন চাকরি গ্রহনে তার নতুন নিয়োগকর্তা পূর্ববর্তী অবস্থান থেকে তার প্রস্থানের নিশ্চিতকরনে এটি চাইতে পারেন। চিঠিটি নতুন নিয়োগকর্তাকে দেখাতে পারে যে, পূর্ববর্তী প্রতিষ্ঠানে কর্মচারীর প্রস্থানের সাথে কোন সমস্যা ছিল না। এটিও দেখাতে পারে যে কর্মচারী তার প্রাক্তন নিয়োগকর্তার প্রতি কোন প্রতিশ্রুতি নেই।

লেটার তৈরিতে এই তথ্যগুলো অন্তর্ভুক্ত করুন:

  • তারিখ
  • কর্মচারীর নাম, পদবি, অফিস আইডি (প্রমানের জন্য)
  • কোমপানির নাম
  • বিষয় 
  • অভিবাদন
  • কর্মচারীর পদত্যাগ সম্পর্কীয় তথ্য, কর্মচারী কখন এটি জারি করেছেন এবং তার চাকরির শেষ দিন
  • ধন্যবাদ
  • কর্মকর্তার স্বাক্ষর।(যার দ্বারা চিঠিটি স্বাক্ষরিত হয়েছে।

Showkatbd.com is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form.   It will save your time !

  FORM2Dox

  DOCUMENTCreation Tools

কন্ট্রিবিউটরের ভাষ্য : মি. রফিক, মোবাইল নাম্বার -01708146297, নামের একজন  User এর অনুরোধেই এই রিলিভিং লেটার তৈরি। যদি চিঠিটি বিন্দু মাত্র উপকার হয়, তবেই আমার এই কষ্ট সার্থক। রফিক সাহেবকে অসংখ্য ধন্যবাদ । 

অন্য কোন চিঠি তৈরির ছোটটো ফরম নিয়ে দেখা হবে আবার। আপনাদের সব ধরনের উপদেশ সাদরে গৃহীত হবে। 

ভালো থাকেন, সুস্থ থাকেন! এই প্রত্যাশায়..

শওকতবিডি হোক আপনার প্রতি মুহর্তের সঙ্গী। হয়ে উঠুক আপনার সেমিঅফিস

বিজ্ঞাপন বিষয়ে জানতে ক্লিক করুন

Check Also

চাকরির আবেদনপত্র মেকার

চাকরির আবেদনপত্র মেকার – BN

চাকরির আবেদনপত্র মেকার হলো ক্লিকেই চাকরির আবেদন পত্র তৈরির টুলস্‌। অর্থাৎ ক্লিক সমাধান। নিচের ফরম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Language »
error: Content is protected !!