Its a digital heaven for multi faceted blooging,
offering more than just words on a screen.

পরিবারের সদস্যের বিয়ে উপলক্ষ্যে ছুটির আবদন

পরিবারের সদস্যের বিয়ে উপলক্ষ্যে ছুটির আবেদন – BN

পরিবারের সদস্যের বিয়ে উপলক্ষ্যে ছুটির আবেদন : একটি ফরম দিয়েই তৈরি করুন পরিবারের যে কোনো সদেস্যের বিয়ে উপলক্ষে ছুটির দরখাস্ত। এখান থেকে বোন, ভাই, কাজিন, নিপিউ, শ্যালক, শ্যালিকা, চাচা, মামা, ফুপুসহ আত্বীয় স্বজনের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য ছুটির আবেদন তৈরি করতে পারেন সহজেই। Enjoy it!

পরিবারের সদস্যের বিয়ে উপলক্ষ্যে ছুটির আবেদন

1. অধীনের বিনীত নিবেদন এই যে, আমি
2. যথাযথ সন্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি
3. সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি
4. যথাযথ সম্মানের সাথে জানাচ্ছি যে, আমি
5. যথাবিহিত সম্মান পূর্বক নিবেদন এই যে, আমি

1. আপনার বিশ্বস্ত
2. নিবেদক
3. বিনীত নিবেদক
4. আপনার অনুগত
5. আপনার একান্তই অনুগত
6. ধন্যবাদান্তে
7. ধন্যবাদ ও শুভেচ্ছা
8. শুভেচ্ছান্তে
9. আপনাকে ধন্যবাদ
10. বিনীত আপনার
11. উষ্ণ শুভেচ্ছা সহ

আপনার সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কর্মরত
আপনার সুনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত
আপনার স্বনামখ্যাত প্রতিষ্ঠানে কর্মরত
আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত
দেশের অন্যতম সুনামধন্য আপনার প্রতিষ্ঠানে কর্মরত

1. আমার বড় ভাইয়ের বিয়ের দিন তারিখ ধার্য্য করা হয়েছে।
2. আমার বড় বোনের বিয়ের দিনক্ষন ঠিক করা হয়েছে।
3. আমার ছোট বোনের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
4. আমার চাচাতো ভাইয়ের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
5. আমার মামাতো ভাইয়ের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
6. আমার খালাতো ভাইয়ের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
7. আমার খালাতো বোনের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
8. আমার এক আত্মীয়ের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
9. আমার চাচার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে।
10. আমার খালার বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
11. আমার ফুফুর বিয়ের তারিখ ঠিক করা হয়েছে।
12. আমার বোনের বিয়ের অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে৷
৷ 13. আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে।
14. আমার শ্যালকের বিয়ের অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে।
15. আমার শ্যালিকার বিয়ের অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে।

1. বিবাহের অনুষ্ঠানে আমার উপস্থিতি একান্তই প্রয়োজন৷ কেননা উক্ত বিয়ের অনুষ্ঠানের সকল ধরনের ব্যবস্থাপনাসহ পরিচালনা আমাকেই করতে হবে।
2. উক্ত ছুটি আমার খুবই প্রয়োজন এজন্য যে, উক্ত বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনা আমি ছাড়া আমার পরিবারের অন্য কারো পক্ষে সম্ভব নয়।
3. উক্ত বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহন করা আমার জন্য খুবই প্রয়োজন।
4. উক্ত বিয়ের অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহনের জন্য এবং অনুষ্ঠানের দেকভালের জন্য আমার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।

বিধায়, উপরোক্ত বিষয় বিবেচনা করে আমাকে ছুটি প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা করতে আপনার মর্জি হয়।
অতএব, উপরোক্ত বিষয় বিবেচনা করে আমাকে ছুটি দিলে আমি চিরকৃতজ্ঞ থাকবো।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমাকে উক্ত বিয়ে উপলক্ষ্যে ছুটি দানে বাধিত করবেন।

প্রয়োজনীয় ছুটি এবং যোগদানের বিবরণ লিখুন



উপরের ফরম থেকে প্রিন্ট করা ”পরিবারের সদস্যের বিয়ে উপলক্ষ্যে ছুটির আবেদন” পত্রের নমুনা

পরিবারের সদস্যের বিয়ে উপলক্ষ্যে ছুটির আবদন

Showkatbd.com is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form.   It will save your time !

  FORM2Dox

  DOCUMENTCreation Tools

বিজ্ঞাপন বিষয়ে জানতে ক্লিক করুন

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। "Many more in one” শ্লোগানে যার পথচলা। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের প্রতি মুহূর্তের এক অপরিহার্য প্লাটফর্ম । তাদের অনলাইন সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ”সম্পূর্ন একটি সেবামূলক সাইট”

Check Also

Late attendance application

Late attendance application to office

Late attendance application হলো, দেরি করে কর্মস্থলে পৌছানোর জন্য মার্জনা চেয়ে লিখিত একটি আবেদনপত্র। যানজট, …

4 comments

  1. in analysis {72 {students|schoolchildren|children} in the {age|age
    range} from {4|four} to {14%|fourteen percent} years old {who|that} were https://StemCellTherapyRates.com/ {through|with|with}
    cp skada7 took part.

  2. necessary note that stem cells exhibit a relatively significant risk of tumors
    and lower risk of immune rejection (a mesenchymal stem cells) compared with cells for the https://AffordableStemCellTreatment.com/.

  3. An analysis of the results after administration showed a decrease
    in the womac index with a total decrease in the effectiveness of https://StemCellExpense.com/
    in all senses.

  4. what disorders can be cured with stem cell therapy in Germany?
    however, with the beginning of differentiation and specialty of
    https://HealingAutismStemCells.com/ this process slows down.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Language »
error: Content is protected !!