দুরুদ হচ্ছে ফার্সি শব্দ। অর্থ – সম্ভাষন। নবীকূলের শিরোমনি, জান্নাতের সর্দার হযরত মোহাম্মদ মোস্তফা (সা:) এর শান্তি প্রার্থনার উদ্দেশ্যে এই দুরুদ পাঠ করা হয়ে থাকে। নবির প্রতি, তার পরিবার-পরিজন, সন্তান-সন্ততি, সহচরদের প্রতি আল্লাহ তায়ালার দয়া ও শান্তি বর্ষনের জন্য প্রার্থনা করাই দুরুদ। সন্মানের সাথে এই দুরুদকে দুরুদ শরীফ ও বলা হয়ে থাকে।
দুরুদে ইব্রাহিম
সবচেয়ে মর্যাদাপূর্ন দুরুদ এই দুরুদে ইব্রাহিম। বা বড় দরুদ । এই দুরুদ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম (আ:) এর প্রশংসা করা হয় বলে একে দুরুদে ইব্রাহিম বলা হয়। আমাদের প্রিয় নবি মুহাম্মাদ (সা.) এই দুরুদ পাঠ করতে বলেছেন।
اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ, وبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِْيدٌ مَجِيْدٌ . –
বাংলা উচ্চারনঃ আল্লাহুম্মা সাললিআলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদিন, কামা সাললাইতা আলা ইব্রাহীম, ওয়া আলা আলি ইব্রাহীম, ইন্নাকা হামিদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদিন, কামা বারাকতা আলা ইব্রাহীম, ওয়া আলা আলি ইব্রাহীম, ইন্নাকা হামীদুম মাজীদ।
বাংলা অনুবাদঃ হে আল্লাহ্! মুহাম্মদ (সাললাললাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁহার বংশধরগণের উপর ঐরূপ আশীর্বাদ অবতীর্ণ করুন, যেইরূপ আর্শীবাদ হযরত ইব্রাহিম (আঃ) এবং তাঁহার বংশধরগণের উপর অবতীর্ণ করিয়াছেন। নিশ্চয়ই আপনি প্রশংসা ভাজন এবং মহামহিম। হে আল্লাহ্! মুহাম্মদ (সাললাললাহু আলাইহি ওয়া সাললাম) এবং তাঁহার বংশধরগণের উপর সেইরূপ অনুগ্রহ করুন যেরূপ অনুগ্রহ ইব্রাহীম (আঃ) এবং তাঁহার বংশরগণের উপর করিয়াছেন। নিশ্চয়ই আপনি প্রশংসা ভাজন এবং মহামহিম।
নবির উপর দুরুদ পাঠ
প্রিয় নবির নাম শুনার সাথে সাথে দুরুদ পাঠ করার তাগিদ রয়েছে। আমরা তাঁর নাম শুনা মাত্রই – সাললাললাহু আলাইহি ওয়া সাল্লাম – বলে থাকি। যার অর্থ – তাঁর উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। এটাও একটি দুরুদ। অর্থ এরকম: “হে আল্লাহ, মুহাম্মাদের প্রতি আপনি দয়া পরবশ হোন। তার আলোচনা ও নামকে আপনি এই পৃথিবীর সকল আলোচনা ও নামের মাঝে সর্বোচ্চ স্থানে রাখুন।”
দুরুদ পাঠের ফজিলত
■ মহানবী সাঃ বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে, মহান আল্লাহ তার উপর ১০ বার রহমত নাযিল করবেন।
■ অন্য এক বর্ণনায় আছে, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তার ১০টি পাপ মোচন করবেন এবং সে ১০টি মর্যাদায় উন্নীত হবে।
■ নবিজী ও তার পরিবারের প্রতি দুরুদ পাঠ করা জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়।
■ প্রতিনিয়ত দুরুদ পাঠ ব্যক্তির পার্থিব ও স্বর্গীয় ইচ্ছা (প্রার্থনা) পূরণ করে।
আল্লাহ আমাদের সদা সর্বদা নবীর উপর দুরুদ পড়ার তৌফিক দান করুন। আমিন।