প্রতি মুহুর্তের প্রয়োজনে

প্রতি মুহুর্তের প্রয়োজনে Showkatbd.com, এক মাল্টিফাংশনাল প্লাটফর্ম। যা হতে পারে আপনার অফিস সহকারি, হতে প্রতি মুহুর্তের প্রয়োজনেপারে আপনার ব্যবসায়িক ইনডেক্স, আপনার ফ্ল্যাট, অফিস, বাসা, বাড়ি ভাড়া দেয়া বা নেয়া, জায়গা জমি, প্লট ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের ফ্রি সেবা প্রদানের অংশীদার, বাংলাদেশে নিযুক্ত বিদেশি দূতাবাসের ইনফরমেশন সেন্টার, একটি প্লাটফর্ম! আপনার সকল চাহিদা পুরনের কেন্দ্রবিন্দু। হৃদয় নাড়া দেয়া আর্টিকেল, কবিতা, প্রতিবাদ, ধর্ম, ইতিহাস-ঐতিহ্য নিয়ে সাজানো এক পরিচ্ছন্ন আর্কাইভ।

লক্ষ্য :
উগ্রতা নয়, আধুনিকতার সাথে পথচলা। অসত্যে ভরা হাজার কথা নয়, একটি সত্য কথা বলা, রং চং মাখা ধোকাবাজির বানিজ্য নয়, সেবা করার প্রবনতা, মুখের ফাঁকা বুলি নয়, সত্যিকারের জ্ঞানের বিচ্ছুরন ঘটানো।

উদ্দেশ্য :
অতি সংক্ষেপে, হৃদয়গ্রাহী আর্টিকেল উপহার দিয়ে পাঠকের মনে জায়গা করে নেয়া। পাঠকের পেজ স্ক্রলিং এ টপ তালিকায় স্থান পাওয়া, একটি সেবার দ্বার উন্মুক্ত করা, অশ্লীলতা বিবর্জিত এক ঠিকানার উন্মেষ ঘটানো।

বৈশিষ্ট্য :
চলমান ব্লগিং জগত থেকে সম্পুর্ন আলাদা। পাঠকের হৃদয়ে গেঁথে থাকার মতো আর্টিকেল, নিজেকে নিজেই প্রশ্ন করার মতো কবিতা, বাস্তবতার নিরিখে রচিত উদ্দীপনা ও উৎসাহ প্রদানে আপনা কথন । সাবলিল, সহজ, প্রাঞ্জল ভাষার উপস্থাপনা। আর্টিকেলে শব্দের কোয়ানটিটি বাড়ানোর জন্য নেই অপ্রয়োজনিয় কথার পুনরাবৃত্তি।

মুল্যায়ন :
শওকতবিডি হয়ে উঠুক সব ধরনের পাঠকের এক নিত্য প্রয়োজনিয় অনলাইন সাইট।

শওকতবিডির সংযোজন

Showkatbd eDocs:
প্রতি মুহুর্তের প্রয়োজনেচিঠিপত্র বা যে কোন ডকুমেন্টস্ তৈরির এক সহজতর পদ্বতি। ফরম পুরনের মাধ্যমে অতি দ্রুত, অল্প সময়ে তৈরি হবে আপনার চিঠিপত্র বা ডকুমেন্টস্। যা আপনার অফিস, ব্যক্তিগত, ব্যবসার জন্য, অফিসের এইচআরডির জন্য হরহামেশাই প্রযোজন পড়ে। চিঠিপত্র তৈরিতে আপনার বিড়ম্বনা দূরিকরনে সহায়ক। আপনার কর্মপ্রবাহকে গতিশীল রাখতে এবং অর্থবাঁচাতে আপনার অফিস সহকারি।

Showkatbd Foreign Mission in Dhaka:
বাংলাদেশে নিযুক্ত বিদেশি দূতাবাসের ইনফরমেশন সেন্টার। দিন যত যাচ্ছে দূতাবাসগুলো তাদের অশিয়াল কাজের ইনফরমেশনসমুহ জনগনের উপকারার্থে তাদের নিজস্ব ওয়েবসাইটে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উন্মুক্ত করে দিয়েছে। অনায়াসেই এখন সংগ্রহ করা যাচ্ছে তাদের প্রতিটি উইং এ যোগাযোগ করার ইনফরমেশন সমুহ। প্রতিটি দুতাবাসের ইনফরমেশনসমুহ তুলে আনার চেষ্টা হয়েছে এখানে। সন্মানিত রাষ্ট্রদূতদের প্রোফাইল, মেসেজ, কনস্যুলার ও ভিসা উইং এর ইনফরমেশন, ব্যবসা-বানিজ্যের ইনফরমেশন, বাংলাদেশ সরকারের সাথে দ্বিপক্ষীয় আলোচনার নিউজ, বাইলিটারেল সম্পর্কের আদোপ্যান্ত তুলে ধরার চেষ্টা হয় এখানে।

প্রতি মুহুর্তের প্রয়োজনে এক মাল্টিফাংশনাল প্লাটফর্ম

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। "Many more in one” শ্লোগানে যার পথচলা। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের প্রতি মুহূর্তের এক অপরিহার্য প্লাটফর্ম । তাদের অনলাইন সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ”সম্পূর্ন একটি সেবামূলক সাইট”

Check Also

Printable wishcard maker

showkatbd wishCard বিনামূল্যে শুভেচ্ছা বার্তাসহ, চমৎকার দৃষ্টিনন্দন কার্ড তৈরির সহজ সমাধান । ব্যক্তিগত বা প্রফেশনাল …

Leave a Reply

Language »