বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
এসি ক্যালকুলেটর
জেনে নিন আপনার রুমের জন্য কত টনের এসি প্রয়োজন..

এসি ক্যালকুলেটর

এসি ক্যালকুলেটর : রুমের সাইজ অনুযায়ী কত টনের এসি বা এয়ার কন্ডিশনার এর প্রয়োজন ? তা নির্বাচনে অনেক সময় আমরা কিছুটা কনফিউশানে পরে যাই। এই কিনফিউশান কাটাতে আপনারা আমার আর্টিকেলের আলোচিত এই প্রোগ্রামটির শরনাপন্ন হতে পারেন। মাত্র সাতটি ষ্টেপেই আপনি পেয়ে যাবেন আপনার রুমে কত টন এর এয়ার কন্ডিশনার প্রয়োজন – সেই হিসেব। একে এসি ক্যালকুলেটরও (শওকত বিডির ভাষায়) বলতে পারেন। আসুন শুরু করি। নিচের প্রতিটি স্ট্রেপ আপনার মতো করে মার্ক  করে এগিয়ে যানঃ

এসি ক্যালকুলেটর ওয়েব সাইট:

  • ভিজিট করুন : https://waltonbd.com/btu-calculator
  • Room Size (রুমের সাইজ স্কয়ার ফিটে) নির্বাচন করুন। নিচের চিত্র : (ষ্টেপ-১) এখান থেকে আপনার রুমের সাইজ বের করার জন্য স্কয়ার ফীট নির্ধারন করুন।
এসি ক্যালকুলেটর -ষ্টেপ-১
ষ্টেপ-১
  • Next বাটনে ক্লিক করে ষ্টেপ-২ অপশনে যান। নিচের স্ক্রীনটি শো করবে । 
  • ষ্টেপ-২ তে Number of Wall Exposed to Sunlight (সূর্যের আলোর সংস্পর্শে দেয়ালের সংখ্যা) সিলেক্ট করুন।
এসি ক্যালকুলেটর -ষ্টেপ-২
ষ্টেপ-২
  • Next বাটনে ক্লিক করে পরের অপশনে যান । নিচের ইমেজটি ভিজিবল হবে এবং 
  • ষ্টেপ-৩ থেকে Wall Type (দেয়ালের ধরন) বাছাই করুন, যে কোনো একটি। আপনার রুমে যে দেয়াল দেয়া হয়েছে এখানে তা উল্লেখ করতে হবে। 
ষ্টেপ-৩
  • Next এ ক্লিক করে পরের স্ক্রিন এ প্রবেশ করুন।
  • Room Position (রুমের অবস্থান) অর্থাৎ কোন ফ্লোর বা কয় তলায় আপনার রুমের অবস্থান সেটি উল্লেখ করুন। ষ্টেপ-৪ এর স্ত্রীনের ন্যায়।
ষ্টেপ-৪
  • Next এ যান ।
  • Number of Window (জানালার সংখ্যা) আপনার নির্বাচিত রুমে কয়টি জানালা আছে তা উল্লেখ করুন।
ষ্টেপ-৫
  • Next বাট চাপুন।
  • Number of Door (দরজার সংখ্যা) আপনার রুমে কয়টি দরজা আছে তা বাছাই করুন। স্টেপ-৬ থেকে।
ষ্টেপ-৬
ষ্টেপ-৬
  • Next  যান।
  • ষ্টেপ-৭ থেকে Number of People (রুমে মানুষের সংখ্যা) উল্লেখ করুন। রুমটিতে আপনার কতজন সদস্য অবস্থান করেন থাকে তা নির্বাচন করুন।
-ষ্টেপ-৭
ষ্টেপ-৭
  • এবার Next বাটন এ ক্লিক করলেই ষ্টেপ-৮ এর ন্যায় পেয়ে যাবেন আপনার ফলাফল:
-ষ্টেপ-৮
ষ্টেপ-৮
  • Recommended Air Conditioner Capacity : 1 Ton
  • প্রস্তাবিত এয়ার কন্ডিশনার ক্ষমতা : টন

আশা করি এখন থেকে আর এসি ক্রয়ে আপনাদের বেগ পেতে হবে না। ওয়াল্টনের প্রোগ্রামটি অনেক উপকার করবে আপনাকে

ভালো থাকুন, সুস্থ থাকুন, গরমে প্রচুর পরিমানে পানি পান করুন। শিশুদের এই গরমের মধ্যে ঘর থেকে বের করবেন না।

সাবধানতা: এসি ব্যবহারে সর্তক থাকুন। ঠিক মতো ঠান্ডা হচ্ছে কিনা খেয়াল রাখুন। ঠান্ডা কম হলে বুঝতে হবে আপনার এসিতে এই মুহুর্তে গ্যাস এর সংকট হয়েছে। গ্যাস রিফিল না করে আর এসি চালাবেন না। এতে বড় ধরনের বিপদের সম্ভাবনা হতে পারে।

image_printআর্টিকেল প্রিন্ট করুন
বিজ্ঞাপন বিষয়ে জানতে ক্লিক করুন

Check Also

এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরী করুন সহজেই

এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ বা অভিজ্ঞতা প্রশংসা পত্রটি আনুষ্ঠানিকভাবে কোম্পানী বা কর্মস্থানের নিয়োগ কর্তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Language »
error: Content is protected !!