নেতা বনাম কাক : দেশ ভরিয়া গিয়াছে নেতায়। কাকের সংখ্যা পেছনে ফিলিয়া নেতার সংখ্যা আগাইয়া গিয়াছে। এখন কাক গনণা করা যায়, কিন্তু নেতা গননা করা যায়না।
নেতা হইবার কারন কি জানেন ? নেতা হইলে সগলতে সমীহ করে। বানিজ্য করিবার পথ ঘাট খুলিয়া যায়। বস্তায় বস্তায় টাকার চালান চইলে আসে। নেতা হইলে একদা দেশের এমপি, মন্ত্রী হওয়া খুবি সহজতর হইয়া উঠে। খুব বেশী কষ্ট করিবার লাগে না।
Showkatbd eDocs is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form. It will save your time ! Bengali, English and Arabic letter generator is available here.