Acknowledgement Letter Generator হচ্ছে অনলাইনে সহজেই Acknowledgement Letter তৈরির টুল। যেখান থেকে মিনিটেই তৈরি হবে একটি একনলেজমেন্ট লেটার।
Acknowledgement Letter বা Letter of Acknowledgement হলো, স্বীকৃতি পত্র। পেশাগত সৌজন্যতা এবং ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার জন্য লেখা একটি চিঠি বা স্বীকৃতির একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি। কোনো কিছুর প্রাপ্তি স্বীকার বা প্রাপ্তি নিশ্চিত করার আইনি উদ্দেশ্যে তৈরী একটি দাপ্তরিক দলিল বা প্রমান পত্র।
তৈরী করুন একনলেজমেন্ট লেটার : 1. নিচের ফরম পুরন করে প্রিন্ট বাটনে ক্লিক করলেই তৈরী হবে আপনার Payment Acknowledgement Letter. 2. প্রিন্ট ব্রাউজার থেকে পেপার সাইজ, মার্জিন, এবং হেডার ফুটার আনচেক করে প্রিন্ট দিন।