বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
নীল পাসপোর্ট কি

নীল পাসপোর্ট কি এবং তা কারা পেয়ে থাকেন

নীল পাসপোর্ট: নীল পাসপোর্ট হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। সরকারি কাজে কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী দেশের বাইরে ভ্রমণ করতে এই নীল পাসপোর্ট ব্যবহার করে থাকেন। এই পাসপোর্ট পেতে সংশ্লিষ্ট সরকারি মন্ত্রনালয়ের অনুমোদন বা Government Order (জিও) প্রয়োজন হয়।

বাংলাদেশ সরকার তিন ধরনের পাসপোর্ট ইস্যু করে থাকে। যেমন:

  1. সবুজ পাসপোর্ট বা সাধারণ পাসপোর্ট, সাধারনভাবে যে পাসপোর্ট সকল বাংলাদেশী নাগরিক ব্যবহার করে থাকেন।
  2. নীল পাসপোর্ট বা অফিসিয়াল পাসপোর্ট, সরকারি কাজে সরকারী কর্মকর্তা, কর্মচারী দেশের বাইরে ভ্রমণ করতে এ পাসপোর্ট ব্যবহার করে থাকেন আর
  3. লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট, দেশের মন্ত্রী, এমপি, কূটনৈতিক ব্যাক্তিত্ব, কিছু ভিআইপি ব্যবসায়ী এ পাসপোর্ট ব্যবহার করে থাকেন।

আজকের আলোচনা নীল পাসপোর্ট নিয়ে

নীল পাসপোর্ট বা অফিসিয়াল পাসপোর্ট কি ?

বাংলাদেশে নীল পাসপোর্ট হল অফিসিয়াল পাসপোর্ট। নীল পাসপোর্ট সরকারি কাজে কোন কর্মকর্তা বা কর্মচারী দেশের বাইরে ভ্রমণ করতে হলে ব্যবহার করা হয়। এই পাসপোর্ট করার জন্য সংশ্লিষ্ট সরকারি মন্ত্রনালয়ের অনুমোদন বা Government Order (জিও) প্রয়োজন হয়।

এ পাসপোর্ট যারা পায়?

সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তি যারা সরকারি কোন দ্বায়িত্ব পালনে বিদেশ যাবেন তারাই এই পাসপোর্ট পেয়ে থাকেন। এই পাসপোর্ট পেতে অবশ্যই বিদেশ যাওয়ার জন্য সরকারি আদেশ পেতে হয়।

এই পাসপোর্টের জন্য আবেদন করতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হয়:

  • আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে
  • সরকারি চাকরিতে কর্মরত থাকতে হবে
  • সরকারি কর্মকান্ডে বিদেশ ভ্রমণের জন্য অনুমোদন পত্র পেতে হবে।

সরকারি কাজ ছাড়া কোন চাকরীজীবী যদি বিদেশ গমন করেন, তখন তারা নীল পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না।

এ পাসপোর্টের সুবিধাগুলো হলো:

  • বিনামুল্যে পাসপোর্ট, এ পাসপোর্ট পেতে আবেদনকারীকে কোন প্রকার খরচাদি করতে হয় না। যেহেতু সরকারি কর্মসাধনে বিদেশ যাওয়ার জন্য আদেশ করা হয়েছে, সেক্ষেত্রে পাসপোর্ট আবেদন কারীকে এই ফি দিতে হয় না।
  • বিনা ভিসায় ভ্রমণ সুবিধা, বিশ্বের ২৭টি দেশে কোন ভিসা ছাড়াই ভ্রমন করার সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান, নেপাল, পাকিস্তান, এবং আরও অনেক দেশ। সম্প্রতি এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে কাজাকস্থান।
  • ভিসা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার, ভিসা প্রাপ্তির ক্ষেত্রে এরা অগ্রাদিকার পেয়ে থাকেন। ভিসা পেতে এদের কষ্ট ও সময় কম লাগে। অফিশিয়াল নোট ভার্বাল জমা করলেই এরা ভিসা পেয়ে থাকেন।
  • বহির্বিশ্বে অবস্থানকালে সেই দেশের সরকারি সহায়তাসহ বাংলাদেশের  সরকারি সহযোগিতা বা এ্যাম্বসী, হাই কমিশন, কনস্যুলেট থেকে বিশেষ সুযোগ সুবিধা প্রাপ্তি। কোন সমস্যায় পতিত হলে সেই দেশের সরকার এবং বাংলাদেশ সরকারের সর্বাত্মক সহযোগিতা পেয়ে থাকেন।

যেভাবে আবেদন করতে হয়:

অফিশিয়াল এই পাসপোর্টের আবেদন করতে হলে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট www.epassport.gov.bd ভিজিট করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের পর পাসপোর্ট অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ও বায়োমেট্রিক তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

অফিসিয়াল পাসপোর্ট সরকারি দ্বায়িত্ব পালনে বিদেশে যাওয়া সরকারি কর্মকর্তাদের জন্য তাদের পেশাগত অনেক সুবিধা প্রদান করে। এটি তাদের বিদেশ ভ্রমণকে সহজ এবং আরও কার্যকর করে তোলে।

image_printআর্টিকেল প্রিন্ট করুন
বিজ্ঞাপন বিষয়ে জানতে ক্লিক করুন

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। "Many more in one” শ্লোগানে যার পথচলা। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের প্রতি মুহূর্তের এক অপরিহার্য প্লাটফর্ম । তাদের অনলাইন সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ”সম্পূর্ন একটি সেবামূলক সাইট”

Check Also

এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরী করুন সহজেই

এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ বা অভিজ্ঞতা প্রশংসা পত্রটি আনুষ্ঠানিকভাবে কোম্পানী বা কর্মস্থানের নিয়োগ কর্তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Language »
error: Content is protected !!