বাসা ভাড়ার ডিড মেকার হলো, বাড়িওয়ালা এবং ভাড়টিয়ার মাঝে লিখিত চুক্তিপত্র তৈরির সহজ এক টুলস্। যেখান থেকে অতি দ্রুত ও সহজেই একটি চুক্তিপত্র দলিল সম্পাদন করা যায়।
যেভাবে প্রিন্ট দিবেন: নিচের ফরমটি (অভ্র/বিজয় ইউনিকোড) কি বোর্ড দিয়ে টাইপ করুন। বাসা ভাড়ায় যে সকল শর্তাবলীর প্রয়োজন পড়ে, তার সবই এখানে সন্নিবেশিত আছে। ফরমটি পূরন করে প্রিন্ট দিন এবং পেজ সেট আপ এ পেপার Legal Size নির্বাচন করুন, টপ থেকে 4.5 ইঞ্চি আর বটমে 1.5 ইঞ্চি নির্ধারন করে প্রিন্ট দিন। প্রয়োজেন ফরম পুরনের পরে দৃশ্যমান টেক্সটসমূহ কপি করে এমএসওয়ার্ডে পেষ্ট করে ব্যবহার করতে পারেন।