New chequebook issuance request letter generator হলো, ব্যাংক বরাবর নতুন চেক বই ইস্যু করার অনুরোধ জানিয়ে চিঠি তৈরি করার একটি দুর্দান্ত টুলস্। যার সাহায্যে সহজেই নতুন চেক বইয়ের জন্য ব্যাংক বরাবর রিকোয়েষ্ট লেটার তৈরি করা যায়।
আর New chequebook issuance request letter হচ্ছে, চেক বই হারিয়ে গেলে বা পাতা শেষ হয়ে গেলে ব্যাংক কর্তৃপক্ষ বরবার নতুন চেক বই প্রদানের অনুরোধ জানিয়ে লিখিত চিঠি। যা রিকোয়েষ্ট লেটার বা রিকুজিশন লেটার নামেও পরিচিত।
Create a new chequebook issuance request letter in 3 Steps

Find your form

Answer simple question

Print and sign
Create a letter by simply clicking
Click the button below to create your letter, set the paper size and margins from the print browser, uncheck the header and footer options, and print.
** If necessary, after creating the letter using this form, you can also copy the text and paste it into MS Word.
Create your letter
cheque book request letter
ব্যক্তিগত এ্যাকাউন্টের জন্য তৈরি করা নমুনা কপি:

বিজনেস এ্যাকাউন্টের জন্য তৈরি করা নমুনা কপি:

ব্যাংক বরাবর চিঠি সাবমিশনের পূর্বে আপনার যা করণীয়:
আপনার চিঠি প্রুফরিড করুন: Chequebook requesting letter প্রুফরিড করতে ভুলবেন না। এটি আপনার চিঠির ত্রুটি বা টাইপোস বা টাইপ মিস্টেক হয়েছে কিনা তা নিশ্চিত করতে সহায়তা করবে।
রেফারেন্স সংগ্রহে রাখুন: ব্যাংকে সাবমিট করার পূর্বে আপনি তৈরীকৃত লেটারের একটি ফটোকপিও তৈরী করে নিবেন। এক্ষেত্রে ব্যাংক একটি চিঠি গ্রহন করে রেখে দিবে আরেকটি কপিতে তাদের সীল, সহি সম্পাদন করে আপনাকে ফেরত দিবে। এতে প্রমানিত হবে আপনি ব্যাংকে Chequebook requesting letter এর রিকুজিশন লেটার সাবমিট করেছেন।
সীল সহি সম্পাদন: Chequebook requesting letter প্রিন্ট হলে সহি স্বাক্ষর এবং অফিশিয়াল সীল সম্পন্ন করে ব্যাংকে সাবমিট করুন।
বিজনেস একাউন্টের জন্য: বিজনেস একাউন্টের জন্য অবশ্যই আপনার বিজনেস লেটার হেড পেপার বা কোম্পানী প্যাডে চেক বই রিকোষ্টে লেটার প্রিন্ট করতে হবে । এবং অথোরাইজড অফিসার কর্তৃক সহি স্বাক্ষর এবং কোম্পানীর সীল মোহর প্রদান করে ব্যাংক বরাবরব জমা প্রদান করতে হব। এটি ব্যাংকিং লেনদেনের একটি সিষ্টেম।
বিজনেস/কোম্পানী/প্রতিষ্ঠানের চেক বই তৈরীতে যা প্রয়োজনীয়:
1. বিজনেস লেটার হেড
2. অথোরাইজড সিগনেটরীর সিগনেচার
3. কোম্পানী সীল।
Cheque Book নিয়ে কিছু আলাচনা
চেক বই কি?
Cheque Book | চেক বই হল, ছোট বই বা একটি নথি, যা একটি ব্যাংক সেই ব্যক্তি (বেনিফিসিয়ারি/একাউন্ট হোল্ডার)কে কিছু পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ দেয় । যাতে করে অ্যাকাউন্টধারী ব্যাংক থেকে নগত বা অন্যকে অর্থপ্রদান করতে ব্যবহার করতে পারে। একটি চেক বই কিছু চেক পাতার সংগ্রহ মাত্র।
যেভাবে একটি চেক বই সংগ্রহ করতে হয়?
একাউন্ট ওপেন করার কিছুদিনের মধ্যেই কোম্পানীর নামে ব্যাংক একটি নতুন চেক বই প্রদান করে থাকে। ব্যবসা পরিচালনায় ব্যাংক থেকে নগত বা অন্যকে অর্থপ্রদান করতে উক্ত পাতা ব্যবহার করতে পারে। এরপর Cheque Book | চেক বই এর পাতাগুলো শেষ হয়ে গেলে নতুন বই বা পাতার জন্য ব্যাংক বরাবর আবেদন করতে হয়। আবেদনের জন্য পুরাতন বইয়ের ভেতর একটি রিকোজিশন ফরম থাকে, যেটি পূরন করে দিলেই নতুন চেক বইয়ের আবেদন হয়ে যায়।
কখনো বা এই রিকোজিশন পাতাটি নষ্ট বা হারিয়ে গেলে কোম্পানী বা প্রতিষ্ঠান কে ব্যাংক বরাবর আবেদন পত্র পাঠাতে হয়। আর তাই হচ্ছে চেক বই রিকোয়েষ্ট লেটার। অতঃপর এই চিঠি সাবমিটের কিছু দিনের মধ্যেই ব্যাংক উক্ত কোম্পানী বা প্রতিষ্ঠানের নামে বা তার নতুন একটি বই তৈরী করে দিয়ে থাকে।
যেভাবে একটি চেক বইয়ের জন্য চিঠি লিখতে হয়:
নতুন চেক বই ইস্যু করার অনুরোধ পত্র ব্যাঙ্কের স্থানীয় প্রধানকে সম্বোধন করে নিচের তথ্যাদি উল্লেখ করে অনুরোধ পত্র লিখতে হয়। যেমন :
- কোম্পানী বা প্রতিষ্ঠানের নাম
- একাউন্ট হোল্ডারের নাম
- ব্যাংক একাউন্টের নাম্বার
- ব্যাঙ্ক/শাখার নাম।
একটি চেক বইয়ের পাতার সংখ্যা:
এতে 10 বা 20 বা এমনকি 50টি চেক থাকতে পারে। তবে ব্যবসা পরিচালনার জন্য 50টি চেকের পাতা সম্বলিত একটি চেক বই গ্রহন করাই উত্তম। তাহলে আর বারম্বার চেক বইয়ের জন্য রিকোয়েষ্ট করতে হয় না। কেনোনা একটি চেক বই তৈরী করতে কমপক্ষে তিন কর্মদিবসের প্রয়োজন পড়ে। কোনোভাবেই যেনো বিজনেস হেম্পার না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
চেক বই বা পাতা হারিয়ে গেলে যা করনীয়:
একটি চেক বই বা চেকের খালি পাতা বা সহি স্বাক্ষর সম্বলিত কোনো চেক হারিয়ে যায়, বা চেকটি খুজে পাওয়া যাচ্ছেনা, এমতাবস্থায় সাথে সাথে নিকটস্থ থানা বা পুলিশ ষ্টেশনে জিডি বা সাধারন ডায়েরী করার পাশাপাশি মাদার ব্রাঞ্চ অর্থাৎ যে শাখা থেকে আপনার একাউন্ট ওপেন করা হয়েছিলো সেখানে লিখিত নোটিশ করতে হয়। যে শাখায় আপনার একাউন্ট ওপেন করা হয়েছিলো, ব্যাংকের ভাষায় সে শাখাকে মাদার ব্রাঞ্চ বলা হয়।
Read more post

REVIEWS
What do our visitors say?

আমাদের সাইট ভালো লাগলে একটি রিভিউ দিন!
Leave a review
Rating
Reviews
Good job. Go ahead
Excellent job!
আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরির এডমিন সেকশনে কাজ করছি বহু বছর। আমাকে প্রায়ই এমন ছুটির এপ্লিকেশন গ্রহন করতে হয় আর ষ্টাফদের ছুটির অনুমোদন দিতে হয়। ইতিপুর্বে আমি এমন ধরনেই কোন সফটওয়ার পাই নাই। যা আমার কাজকে অনেক সহজ করে দিয়েছে। আমি ইদানিং এখান থেকেই ষ্টাফদের অনেক চিঠি তৈরি করছি। যেমন : ছুটির দরখাস্ত, অভিজ্ঞতার সার্টিফিকেট, বেতনের ব্রেকডাউন। যদি এই ওয়েব সাইটটি কন্টিনিউ থেকে যায় আমার মতো অনেকেই উপকৃত হবে।