Pay instruction Letter বা Pay Confirmation Letter তৈরির অনলাইন সমাধান। মাত্র ২ মিনিটেই তৈরি করুন আপনার কাংখিত লেটার।
অনলাইন সমাধান :
- নিচের ফরম পুরন করে প্রিন্ট বাটনে ক্লিক করলেই তৈরী হয়ে যাবে আপনার চিঠি।
- প্রিন্ট ব্রাউজার থেকে পেপার সাইজ, মার্জিন, এবং হেডার ফুটার আনচেক করে প্রিন্ট দিন।
প্রিভিউ :
Pay Instruction Letter প্রিন্ট দিলে নিচে প্রদর্শিত ছবির ন্যায় দৃশ্যমান হবে। প্রিন্ট ব্রাউজার থেকে আপনি পিডিএফ মুডেও প্রিন্ট করে পিডিএফ ফাইল হিসেবে কম্পিউটারে সেভ করে রাখতে পারেন।
রেফারেন্স সংগ্রহ :
সহি স্বাক্ষর সম্পাদন হলে আপনার তৈরী চিঠির একটি ফটোকপি করুন। অর্জিনাল কপিটি ব্যাংকে সাবমিট করুন আর ব্যাংক থেকে ফটোকপি রিসিভি কপি হিসেবে সংরক্ষন করুন।
সীল সহি সম্পাদন :
আপনার পারসোনাল একাউন্ট হলে সাদা কাগজে প্রিন্ট নিন ও আপনার সহি স্বাক্ষর সম্পন্ন করুন। তবে ব্যাংক প্রদত্ত আপনার সহি যেনো কোনোরকম চুল পরিমানও পরিবর্তিত না হয়।
যদি আপনি কোম্পানী কর্তৃক Pay instruction Letter তৈরী করেন, তাহলে আপনার কোম্পানীর অফিশিয়াল প্যাডে প্রিন্ট নিন। আর কোম্পানীর অথোরিটি দ্বারা সহি সম্পাদন করুন ও কোম্পানীর সীল মোহর সংযোজন করুন।
চিঠি প্রুফরিড করন :
Pay Instruction Letter প্রুফরিড করতে ভুলবেন না। এটি আপনার চিঠির ত্রুটি বা টাইপোস বা টাইপ মিস্টেক হয়েছে কিনা তা নিশ্চিত করতে সহায়তা করবে।
Pay Instruction Slip | নিয়ে কিছূ আলোচনা :
পে ইন্সট্রাকশন কী ?
পে ইন্সট্রাকশন স্লীপ বা পে কনফার্মেশন স্লীপ হলো, বাংক বরাবর একাউন্ট হোল্ডার কর্তৃক ইস্যু করা চেক বাধাগ্রস্থ না করে দ্রুত প্রদানের জন্য নিশ্চিত করনের নোট। এটি চেক জালিয়াতি প্রতিরোধ মূলক ব্যাংকিং ব্যবস্থা।
পে ইন্সট্রাকশন স্লীপ বা লেটার কী ?
ক্লিয়ারিং চেকের ক্ষেত্রে নির্দিষ্ট এমাউন্টের বা তদুর্ধ লেনদেনের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে লিখিত যে ইন্সট্রাকশন চিঠি প্রদান করা হয় তাই পে ইন্সট্রাকশন বা পে কনর্ফামেশন লেটার বা স্লীপ।
ব্যাংকে কার বরাবর চিঠি লিখতে হয় ?
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ম্যানেজার বরাবর পে ইন্সট্রাকশন অর্ডারের জন্য চিঠি লিখতে হয়। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠান বা অনেক ব্যাংক তাদের নিজস্ব ফর্মেটে এই অর্ডার গ্রহন করে থাকে।
কিভাবে লিখতে হয়?
একটি চেকের অর্থ প্রদান বাধাগ্রস্থ না করে দ্রুত প্রদানের অনুরোধ করতে, আপনাকে সাধারণত লিখিতভাবে আপনার ব্যাঙ্ককে অবহিত করতে হবে। উক্ত চিঠিতে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ঠিকানা, ব্যাঙ্কের ঠিকানা, অ্যাকাউন্ট নম্বর, চেক নম্বর, তারিখ, অর্থের পরিমাণ, স্বাক্ষরকারী এবং প্রাপক, ইত্যাদি বিষয় উল্লেখ করেই একটি চিঠি লিখতে হয়।
অনুরোধে : আমি চেষ্টা করেছি একটি ফরমের মাধ্যমে চিঠিপত্র লিখার একটি সহজ পদ্বতি তৈরীর। যদি বিন্দুমাত্র উপকার হয় তবেই আমার কষ্ট সার্থক। অনলাইন টিপস নিয়ে রচিত যে কোনো আর্টিকেল পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করার ব্যাপারে যে কোনো পরামর্শ সাদরে গৃহিত হবে। সরাসরি ফোন করুন এই নাম্বারে – +8801783989949 অথবা ই-মেইল করতে পারেন – showkatbd2022@gmail.com
সকলের দোয়া কামনায়..। নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ !!
Make More Letter :
- Request for issuance of a New Check Book fro Personal Account
- Pay Confirmation Letter to the Bank
- Stop Payment Order
- Experience Letter Generator
জিজ্ঞাসিত প্রশ্ন :
showkatbd.com এ পাবেন ফ্রিতে ডকুমেন্টস তৈরীর টুলস। নেই লগ ইন, রেজিষ্ট্রেশন এর বাড়তি ঝামেলা। এটি সম্পূর্ন ফ্রি সেবামূলক সাইট। ফর্ম থেকে অতি সহজে অল্প সময়ে যথাযথ ফিলাপে কয়েকটি ক্লিকের মাধ্যমে তৈরী হবে আপনার পছন্দের সব চিঠিপত্র।
Q. এই চিঠি কি ১০০% মান সম্মত ?
A. সবার ড্রাফটিং যেমন এক রকম হয় না, তেমনি কোনো চিঠিই ১০০% মান সম্মত হবেনা, এটাই স্বাভাবিক। পরীক্ষামূলক একটি চিঠি তৈরী করেই দেখুন।
Q. এখানে ব্যাংকি ইনফরমেশন প্রদান কতটুকু নিরাপদ ?
A. ১০০% নিরাপদ। showkatbd.com গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক রেজিষ্টিার্ড কোম্পানী। লাইসেন্স নং – TRADE/DNCC/121836/2022.