Car sales quotation with offer on official letterhead

Car sales quotation with offer is a letter provided by the seller to a prospective buyer with details of the vehicle of his choice. It is also known as proposal letter, offer letter, estimate. Create a car sales quotations with offer letter and print it on company letterhead.

অফার সহ গাড়ি বিক্রয়ের কোটেশন হল, বিক্রেতা কর্তৃক ক্রয়ে ইচ্ছুক একজন সম্ভাব্য ক্রেতাকে  তার পছন্দের গাড়ির বিবরণ সহ সহ একটি চিঠি প্রদান। এটি প্রপোজাল লেটার, অফার লেটার, এষ্টিমেট হিসেবেও পরিচিত। অফার লেটার সহ একটি গাড়ি বিক্রয় কোটেশন তৈরি করুন সহজেই এবং কোম্পানির লেটারহেডে প্রিন্ট করুন। নেই রেজিষ্ট্রেশন বা লগিন করার বাড়তি ঝামেলা।

যে কোনো যানবাহন বিক্রয়ের ব্যবসার জন্য কোটেশন তৈরি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কোটেশনের ভিত্তিতে গ্রাহকদের সিদ্ধান্ত গ্রহণে এবং মূল্য নির্বাচনে সহায়তা করে থাকে। গাড়ির ডিলারশিপ থেকে শুরু করে পরিবহন পরিষেবা পর্যন্ত, সব ধরনের যানবাহন কোম্পানির জন্য কোটেশন তৈরি অপরিহার্য।

showkatbd eDocs থেকে একটি গাড়ির কোটেশন এবং অফার লেটার একই সাথে তৈরি করুন সহজে। যাইহোক, আপনি যদি ভেবে থাকেন কিভাবে অফার লেটার আর কোটেশন শুরু করবেন, তাহলে নিচে দেয়া টিপস পড়ার কথা বিবেচনা করুন।

যেভাবে কোটেশন তৈরি করবেন :

ষ্টেপ-১

1. আপনার অফার এবং কোটেশন তৈরির জন্য এই ফরমটি পূরন করুন। প্রতিটি অপশন কিভাবে পূরন করবেন তার উদাহরন প্রতিটি অপশনের সাথেই দেয়া আছে। তা পড়ে ফরম পূরন করুন।

1. যে গাড়ির কোটেশন তৈরি করবেন তার সকল তথ্য আপনার সংগ্রহে রাখুন।

2. যার জন্য বা যে প্রতিষ্টানের জন্য এই অফারটি তৈরি করবেন, সেই আগ্রহী ক্রেতা বা প্রতিষ্টানের নাম, ঠিকানা, যোগাযোগ নাম্বার, ই-মেইল জেনে নিন।

3. ক্রেতার অবগতির জন্য অফার লেটারে অবশ্যই ব্যাংকিং ইনফরমেশন উপস্থাপন করতে হবে, তাই প্রতিষ্টানের ব্যাংক একাউন্টের নাম, নাম্বার, শাখা, রাউটিং নাম্বার, বিজনেস আইডেন্টিফিএশন নাম্বার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সংগ্রহে রাখুন।

4. দুইটি A4 সাইজের অফিশিয়াল লেটারহেড সংগ্রহে রাখুন।

ষ্টেপ-২

1. উপরের ফরমটি পূরন করুন।

2. ফরম পূরন হলে নিচে দৃশ্যমান পছন্দমতো ইমেজের উপর ক্লিক করুন।

ব্যাস, হয়ে গেলো কোটেশন এবং অফার লেটার টাইপিং।

3. স্ক্রীনে দৃশ্যমান লেটারটি জুম ইন করে টাইপোস মিসটেক আছে কিনা যাচাই করুন, যদি কোন ভুল থেকে থাকে Make Correction অপশন থেকে ফরমের পাতায় চলে যান এবং তা কারেকশন করুন। আবার পছন্দের টেমপ্লেট এর উপর ক্লিক করুন। এবং প্রিন্ট করুন।

যেভাবে প্রিন্ট করবেন :

1. উপরের ফরমটি কেয়ারফুলি ফিলাপ করে নিচের প্রিন্ট অপশনে ক্লিক করুন।

2. আপনার কোটেশন দৃশ্যমান হবে।

3. প্রিন্টারে অফিশিয়াল লেটার হেড প্রবেশ করান।

4. দৃশ্যমান হওয়া কোটেশন পেজ থেকে Print This Page এ ক্লিক করুন। 

5. লেটার হেড অনুযায়ী (Top, Bottom, Left, Right) পেজ মার্জিন সেট করুন ।

6. সব ঠিক হলে প্রিন্ট করুন।

With the help of this form you can create the following 10 types of offer letters :

1
2
3
4
5
6
7
8
9
10

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। "Many more in one” শ্লোগানে যার পথচলা। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের প্রতি মুহূর্তের এক অপরিহার্য প্লাটফর্ম । তাদের অনলাইন সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ”সম্পূর্ন একটি সেবামূলক সাইট”

Check Also

Printable wishcard maker

showkatbd wishCard বিনামূল্যে শুভেচ্ছা বার্তাসহ, চমৎকার দৃষ্টিনন্দন কার্ড তৈরির সহজ সমাধান । ব্যক্তিগত বা প্রফেশনাল …

Leave a Reply

Language »