Printable wishcard maker

showkatbd wishCard বিনামূল্যে শুভেচ্ছা বার্তাসহ, চমৎকার দৃষ্টিনন্দন কার্ড তৈরির সহজ সমাধান । ব্যক্তিগত বা প্রফেশনাল সকল ধরনের শুভেচ্ছা বার্তার কার্ড তৈরি করুন মাত্র ৩০ সেকেন্ডে। প্রিয়জনের জন্য হৃদয়গ্রাহী বার্তা এবং দৃষ্টিনন্দন ও আকর্ষনীয় ডিজাইন থেকে বেছে নিন আপনার কার্ডটি।

  • Showkatbd WishCard সাইটে প্রবেশ করুন,
  • কার্ডের একটি টাইটেল দিন,
  • যে কোন একটি বার্তা পছন্দ করুন,
  • যার দ্বার কার্ড প্রদান করা হচ্ছে তার নাম লিখুন,
  • পদবী/পদ/সম্পর্ক লিখুন,
  • প্রতিষ্টান হলে তার নাম আর ব্যক্তিগত হলে কি বোর্ড থেকে Alt+3 প্রেস করে হার্ট সাইন দিন বা যে কোনো একটি ইমোজি দিন
  • ই-মেইল আইডি প্রদান করুন; যেমন : amin1213@gamil.com (এই ইমেইল আইডি প্রদানে আমাদের নতুন সব ডকুমেন্টস আপডেটের নিউজ পাবেন।
  • এবার পছন্দ মতো যে কোনো একটি কার্ডের উপর ক্লিক করলেই আপনার কার্ড ভিজিবল হবে।
  • Print Now বাটনে ক্লিক করে প্রিন্ট করুন।
  • ফাইনালি প্রিন্ট ব্রাউজার থেকে হেডার, ফুটার আনচেক করে প্রিন্ট করুন।

হয়ে গেলো আপনার কার্ড প্রিন্ট।

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের চিঠিপত্র তৈরির এক অপরিহার্য প্লাটফর্ম । অনলাইনে চিঠিপত্র তৈরির সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

Check Also

Job application letter – BN

Job application letter হলো, চাকুরির জন্য লিখিত আবেদনপত্র, এক পৃষ্ঠার একটি নথি। যা কভার লেটার …

Leave a Reply

Language »