name correction

দুই নামের সনদ বা নামের সংশোধনী

নামের  সংশোধনী প্রত্যয়ন বা একই ব্যক্তির দুই নামের প্রত্যয়নপত্র।

অনেক সময় একজন ব্যক্তির প্রকৃত নাম এবং তার জাতীয় পরিচয় পত্রে ভিন্ন নাম দেখা যায়। এমনকি জায়গা জমির কাগজপত্রাদির ক্ষেত্রেও আলাদা নাম লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে ইউপি বা পৌরসভার সন্মানিত অফিশিয়ালগন (চেয়ারম্যান, মেম্বার, মেয়র) নামের প্রত্যয়নপত্র সত্যায়ন করার মাধ্যমে একজন ব্যক্তিকে একক ব্যক্তি হিসেবে প্রমান করে থাকেন। এবং উক্ত দুই নামের ব্যক্তি তখন একক ব্যক্তি হিসেবে পরিগনিত হয়।

eg. তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং উপরোল্লেখিত ওয়ার্ডের একজন সন্মানিত বাসিন্দা। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি ও জানি। আমার জানামতে, উল্লেখিত দুই নামেই তার পরিচিতি রয়েছে। প্রকৃতপক্ষে তিনি একই ব্যক্তি।

প্রিন্টের জন্য নিচের ফরম্যাটে ক্লিক করুন

About this App

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের চিঠিপত্র তৈরির এক অপরিহার্য প্লাটফর্ম । অনলাইনে চিঠিপত্র তৈরির সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

Check Also

Printable wishcard maker

showkatbd wishCard বিনামূল্যে শুভেচ্ছা বার্তাসহ, চমৎকার দৃষ্টিনন্দন কার্ড তৈরির সহজ সমাধান । ব্যক্তিগত বা প্রফেশনাল …

Leave a Reply

Language »