নামের সংশোধনী প্রত্যয়ন বা একই ব্যক্তির দুই নামের প্রত্যয়নপত্র।
অনেক সময় একজন ব্যক্তির প্রকৃত নাম এবং তার জাতীয় পরিচয় পত্রে ভিন্ন নাম দেখা যায়। এমনকি জায়গা জমির কাগজপত্রাদির ক্ষেত্রেও আলাদা নাম লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে ইউপি বা পৌরসভার সন্মানিত অফিশিয়ালগন (চেয়ারম্যান, মেম্বার, মেয়র) নামের প্রত্যয়নপত্র সত্যায়ন করার মাধ্যমে একজন ব্যক্তিকে একক ব্যক্তি হিসেবে প্রমান করে থাকেন। এবং উক্ত দুই নামের ব্যক্তি তখন একক ব্যক্তি হিসেবে পরিগনিত হয়।