Its a digital heaven for multi faceted blooging, offering more than just words on a screen

২জন অংশীর ব্যবসায়িক চুক্তি

২জন অংশীর ব্যবসায়িক চুক্তি – BN

২জন অংশীর ব্যবসায়িক চুক্তি / Business partnership deed | বিজনেস পার্টনারশিপ ডিড : দুই বা ততোধিক ব্যাক্তি যা সর্বোচ্চ ২০ জন (ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ দশ জন) দেশের প্রচলিত আইন অনুসারে চুক্তির ভিত্তিতে যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোন বৈধ কারবার গঠন করে তাকে অংশীদারি কারবার (Partnership Business) বলে। অংশীদারদের মধ্যে শুধু চুক্তির মাধ্যমেই কারবার অংশীদারিত্ব সৃষ্টি হতে পারে।

চুক্তি তৈরিতে আপনাকে আর যুদ্ধ করতে হবেনা। যুদ্ধ করবো আমরা সুফল পাবেন আপনি। 

উপরের ফরম দিয়ে তৈরি করুন ২জন অংশীর ব্যবসায়িক চুক্তি : 1. ফরম পূরন করে প্রিন্ট বাটনে চাপলেই তৈরি হবে আপনার ডিড।  2. Page Setup থেকে Paper Size – Legal দিন, Margins এ গিয়ে Top এ 4.5, Bottom এ 1.5, Left এ 1, Right এ 1 ইঞ্চি করে দিন, অত:পর ওকে করুন।

বি.দ্র. অবশ্য ষ্ট্যাম্পে প্রিন্ট করার পূর্বে অবশ্যই একটি খসড়া প্রিন্ট দিয়ে নিন । প্রয়োজনে এখান থেকে ডিড তৈরি হয়ে গেলে সম্পূর্ন টেক্সট কপি করে এমএস ওয়ার্ডে নিয়েও আপনার মতো করে প্রিন্ট করত পারেন।

এই ফরম দিয়ে তৈরি ডিড নিচের ইমেজের ন্যায় দৃশ্যমান হবে। আপনার সময় ও অর্থ বাাঁচাবে। আপনি নিজে থেকেই তৈরি করতে পারেন এই ডিড। 

Page-1

২জন অংশীর ব্যবসায়িক চুক্তি - পাতা-১

Page-2

২জন অংশীর ব্যবসায়িক চুক্তি - পাতা-২

Page-3

২জন অংশীর ব্যবসায়িক চুক্তি - পাতা-৩

Page-4

২জন অংশীর ব্যবসায়িক চুক্তি - পাতা-৪

PDF Sample:

business-deed-2-persons

Joint Venture Agreement: A Joint Venture Agreement is an Agreement between two or more people or organizations that comes together to form a Consortium or Company. The Joint Venture Agreement in essence codifies the intention of parties to run the proposed joint venture under certain terms and conditions agreed.

অংশীদারী কারবার বা ব্যবসা: জীবিকার তাগিদে আমরা কেউ চাকরি করি কেউবা করি ব্যবসা। ব্যবসা এককভাবে বা কখনোবা কয়েকজন মিলে । সহজ ভাষায় একের অধিক ব্যক্তির যৌথ মালিকানায় যদি কোন ব্যবসা শুরু করা হয় তাকে অংশীদারি কারবার বা ব্যবসা বলা হয়ে থকে। 

যে সকল ব্যাক্তি অংশীদারি কারবার গঠন করে তাদের প্রত্যেককে বলা হয় অংশীদার (partner)। এবং এই অংশীদারগণ যে সংগঠনের মাধ্যমে করবার পরিচালনা করে সেই প্রতিষ্ঠানকে অংশীদারি প্রতিষ্ঠান বা firm বলে।

১৯৩২ সালের অংশীদারি আইন মোতাবেক, দুই বা ততোধিক ব্যাক্তি যাহা সর্বোচ্চো ২০ জন (ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চো দশ জন) দেশের প্রচলিত আইন অনুসারে চুক্তির ভিত্তিতে যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোন বৈধ কারবার গঠন করে তাকে অংশীদারি কারবার ( Partnership Business) বলা হয়। অংশীদারদের মধ্যে শুধু চুক্তির মাধ্যমেই কারবার অংশীদারিত্ব সৃষ্টি হতে পারে।

Business partnership deed লিখবেন যেভাবে: বাংলাদেশের আইন অনুসারে সকল ধরনের চুক্তিপত্র তিনটি একশত টাকার স্ট্যাম্পে প্রিন্ট করতে হয়। এর অতিরিক্তি পৃষ্টার প্রয়োজনে কার্টিস পেপার নামে পরিচিতি সরকারী পেপার ব্যবহার করতে হয়। ব্যবসায়ীক অংশীদারী চুক্তিপত্র (Business Partnership Deed) লিখতে গেলে আপনি চাইলে তিনটি ষ্ট্যাম্পেও প্রিন্ট করতে পারেন কিন্তু আপনি যদি এই ব্যবসায়ী অংশীদারী চুক্তিপত্র দিয়ে ব্যাংক থেকে লোন নিতে চান বা ব্যাংকে যদি কোন কাগজপত্র জমা দেওয়ার মত দরকার হয় তখন আপনাকে ২০ (বিশ) টি ১০০ (একশত) টাকার ষ্ট্যাম্পেই প্রিন্ট করতে হবে, এছাড়া ব্যাংকে গ্রহণযোগ্যতা থাকবে না। তবে আপনার চুক্তিপত্রের লেখা গুলো যদি কমও হয় তাহলেও আপনি কিছু কিছু লিখা করে একেক পেইজে দিয়ে ২০ পেইজের মাধ্যমেই প্রিন্ট করতে হবে বা তিন পেইজে লেখাগুলোকে দিয়ে বাকী স্ট্যাম্প গুলোকে শুধু নাম্বার দিয়ে দিয়ে পুরণ করে বিশটি ষ্ট্যাম্প একসাথে করেই যেকোন কাজে ব্যাংকে জমা দিতে হবে।

ষ্ট্যাম্পে প্রিন্ট করার আগে এমএস ওয়ার্ডে লেখা গুলোকে লিখতে হবে। এবং Page Setup এ গিয়ে Paper Size এ গিয়ে Legal সাইজ দিতে হবে, Margins এ গিয়ে Top এ 4.5, Bottom এ 1.5, Left এ 1, Right এ 1 ইঞ্চি করে দিতে হবে, তারপর ওকে করে দিতে হবে। এই সাইজ গুলো করার পর ও লেখা গুলোকে সাজানোর পরই প্রিন্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়। প্রত্যেকটি পেইজে চলমান পাতা-১ ও পাতা নং-২ এবং চলমান পাতা-২ পাতা নং-৩ এভাবে করে প্রত্যেক পেইজে নাম্বার দিয়ে দিয়ে যেতে হবে।

Showkatbd.com is a full-featured online documents organized application site. Which is going to prepare document from just a form.   It will save your time ! Bengali, English and Arabic letter generator is available here. Do not heisted to try this! 

  FORM2Dox

  DOCUMENTCreation Tools

বিজ্ঞাপন বিষয়ে জানতে ক্লিক করুন

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা এবং একজন ব্লগার। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। "Many more in one” শ্লোগানে যার পথচলা। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের প্রতি মুহূর্তের এক অপরিহার্য প্লাটফর্ম । তাদের অনলাইন সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ”সম্পূর্ন একটি সেবামূলক সাইট”

Check Also

চাকরির আবেদনপত্র মেকার

চাকরির আবেদনপত্র মেকার – BN

চাকরির আবেদনপত্র মেকার হলো ক্লিকেই চাকরির আবেদন পত্র তৈরির টুলস্‌। অর্থাৎ ক্লিক সমাধান। নিচের ফরম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Language »
error: Content is protected !!