২জন অংশীর ব্যবসায়িক চুক্তি / Business partnership deed | বিজনেস পার্টনারশিপ ডিড : দুই বা ততোধিক ব্যাক্তি যা সর্বোচ্চ ২০ জন (ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ দশ জন) দেশের প্রচলিত আইন অনুসারে চুক্তির ভিত্তিতে যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোন বৈধ কারবার গঠন করে তাকে অংশীদারি কারবার (Partnership Business) বলে। অংশীদারদের মধ্যে শুধু চুক্তির মাধ্যমেই কারবার অংশীদারিত্ব সৃষ্টি হতে পারে।
চুক্তি তৈরিতে আপনাকে আর যুদ্ধ করতে হবেনা। যুদ্ধ করবো আমরা সুফল পাবেন আপনি।