চাকরিতে যোগদানের সম্মতিপত্র হচ্ছে, চাকরির অফার লেটার পাবার পরে চাকরিতে যোগদানের সম্মতি জানিয়ে লিখা চিঠি। অর্থাৎ কাজে যোগদানের সিদ্ধান্ত গ্রহনের পর নিয়োগকৃত কর্মী কর্তৃপক্ষ বরারর যে আনুষ্ঠানিক চিঠি লিখে তা-ই হচ্ছে চাকরিতে যোগদানের সম্মতিপত্র বা স্বীকৃতিপত্র বা যোগদান পত্র।
