হাউসকিপার এক্সপেরিয়েন্স লেটার

হাউসকিপার এক্সপেরিয়েন্স লেটার | বাংলা

হাউসকিপার এক্সপেরিয়েন্স লেটার হলো একজন হাউসকিপারের কাজ ‍ও অভিজ্ঞতার প্রশংসাপত্র । নিয়োগকর্তা বা কোম্পানী কর্তৃক একজন হাউসকিপারের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা প্রত্যয়ন করা একটি সনদ। একজন হাউসকিপার তার ক্যারিয়ার পরিবর্তনে এই জব এক্সপেরিয়েন্স লেটারের প্রয়োজন ।

হাউসকিপার এক্সপেরিয়েন্স লেটার

*** ফরম পুরনের উদাহরন প্রতিটি সেলে দেয়া আছে। পছন্দ মতো কাস্টমাইজ করুন। অপ্রয়োজনীয় সেলে হাইফেন (-) দিন।


যেমন : সানওয়ান প্রাইভেট লিমিটেড অথবা ফেরদৌসী বেগম, বাসা-১০, রোড-৬, গুলশান-২, ঢাকা-১২১২

তিনি অত্যন্ত সৎ, কঠোর পরিশ্রমী, আন্তরিক এবং পেশাদার মনোভাবাপন্ন নিবেদিত প্রাণ এবং উত্তম চরিত্রের অধিকারী ।
তিনি সৎ, নিষ্ঠাবান ও একজন দক্ষ কর্মী এবং উত্তম চরিত্রের অধিকারী ।

তিনি প্রতিষ্ঠানের শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকান্ডে অংশ নেননি ।
তিনি কোনো রাষ্ট্র বা সমাজ বিরোধী কর্মকান্ডে জড়িত নন ।

সুপারিশ : অফিস, বাসা, বাড়ি বা ফ্ল্যাটে কাজের জন্য যারা নিরাপদ, নির্ভরযোগ্য, সচেতন, পরিস্কার-পরিচ্ছন্নভাবে কাজ করেন, এমন মেইড খুঁজছেন, তাদের জন্য একে সুপারিশ করা হলো ।

আমি তার
আমরা তার

সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
ভবিষ্যতের জন্য শুভ কামনা করি।
সর্বোত্তম সাফল্য কামনা করি ।
আগামীর জন্য শুভ কামনা রইলো।
জীবনের উজ্জল ভবিষ্যৎ কামনা করি ।
জীবনের প্রতিটি সাফল্য কামনা করি ।
জীবনের সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করি ।
সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি ।



প্রিন্টেড কপি : (সুপারিশ ছাড়া) :

house-keeper-experience2

সুপারিশ সহ প্রিন্টেড কপি : সুপারিশ মার্ক করে দিলে নিচের লাল বর্ডারের প্যারাগ্রাফ ভিজিবল হবে :

house-keeper-experience1

Showkatbd Experience হলো বিভিন্ন প্রফেশনের অসংখ্য জব এক্সপেরিয়েন্স লেটার সংরক্ষিত ব্যাংক।  যেখান থেকে সহজেই Withdraw করতে পারেন আপনার প্রফেশনের লেটার। কিছু প্রশ্নের উত্তর প্রদানে তৈরি হবে আপনার কাংখিত সার্টিফিকেট। সম্পুর্ন ফ্রি ! নেই রেজিষ্ট্রেশন আর লগিন করার ঝামেলা।

হাউসকিপার এক্সপেরিয়েন্স লেটার তৈরির নিয়ম :

  1. উপরে উল্লেখিত Form পূরন করে প্রিন্ট বাটনে ক্লিক করলেই তৈরী হয়ে যাবে আপনার Experience Certificate.
  2. প্রিন্টারে প্রতিষ্ঠানের লেটারহেড প্রবেশ করুন।
  3. প্রিন্ট ব্রাউজার থেকে পেপার সাইজ ঠিক করুন, মার্জিন নির্ধারন করুন, এবং ”হেডার ফুটার আনচেক” করে প্রিন্ট দিন।

সার্টিফিকেট তৈরিতে যেসব তথ্য ইনপুট করতে হবে :

  • অফিস প্রদত্ত একটি রেফারেন্স নাম্বার,
  • সার্টিফিকেট তৈরির তারিখ,
  • প্রতিষ্ঠানের নাম,
  • টেকনিশয়ান/কর্মচারী/আবেদনকারীর নাম,
  • ঠিকানা,
  • জাতীয়তা,
  • জাতীয়তা পরিচিতি নাম্বার, (পাসপোর্ট/রেসিডেন্ট কার্ড/ন্যাশনাল আইডেনটিটি কার্ড – যে কোনো একটি),
  • ধর্ম,
  • প্রতিষ্ঠানে যোগদানের সময়কাল বা তারিখ,
  • প্রতিষ্ঠানে যেদিন পর্যন্ত কর্মরত ছিলেন বা আছেন, সেই সময়কাল বা তারিখ উল্লেখ করতে হবে,
  • যে কর্মকর্তার দ্বারা লেটারটি সহি স্বাক্ষর সম্পাদন হবে তার নাম ও পদবী,
  • ফরমে উল্লেখিত একজন কর্মচারী / টেকনিশিয়ানের প্রশংসিত / গুনবাচক অপশনগুলো ধারাবাহিকভাবে পছন্দ মতো নির্বাচন করতে হবে, 
  • প্রতিষ্টানের লেটারহেড পেড বা অফিশিয়াল পেড,
  • লেটারে স্বাক্ষরকারী উর্ধতন অফিসারের নাম ও পদবী।

যাচাইকরন : একটি লেটার তৈরী হলে অবশ্যই প্রুফরিড বা মিষ্টেক যাচাই করে নিবেন। কোম্পানীর লেটারহেড, অথোরিটির সাইন এবং কোম্পানীর সীল যথাযথ প্রদান করা হয়েছে কিনা-তা যাচাই করে নিন।

পিডিএফ এ সংরক্ষন : একটি লেটার প্রয়োজনে পিডিএফ মুডেও সেভ করে রাখতে পারেন। সেক্ষেত্রে পুরো ফরমটি ফিলাপ হয়ে গেলে প্রিন্ট অপশন ক্লিক করে প্রিন্ট ব্রাউজার থেকে পেপার সাইজ, মার্জিন নির্ধারন করুন, এবং হেডার ফুটার আনচেক করুন ও সেভ এস পিডিএফ অপশন সিলেক্ট করে প্রিন্ট দিন।

সতর্কতা : পিডিএফ মুডে সেভ করা ফাইলটি আপনি শুধু প্লেইন ডকুমেন্ট  হিসেবেই পাবেন। সেক্ষেত্রে কোম্পানীর লেটারহেড, কর্মকর্তার স্বাক্ষর আর প্রতিষ্ঠানের সীল প্রদান করা থাকবে না।

ডেলিভারি সিষ্টেম : একটি সার্টিফিকেট প্রতিষ্ঠানের লেটারহেড বা পেডে প্রিন্ট নিয়ে, উর্দ্ধতন কর্মকর্তার স্বাক্ষর, সীল প্রদান করে 100% বৈধ করে, তবেই কর্মচারী বা আবেদনকারীকে প্রদান করতে হবে।

 হাউসকিপার পরিচিতি  

হাউসকিপার : একজন হাউসকিপার বাসাবাড়ি, সরকারি-বেসরকারি অফিস, হোটেল, রেস্ট হাউস, বাণিজ্যিক ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বে থাকেন।

হাউসকিপারের কাজ :

  • নিয়মিত রুম ও আসবাবপত্র পরিষ্কার করা
  • বিছানার ময়লা চাদর ও বালিশ বদলে দেয়া
  • টয়লেটে প্রয়োজনীয় সরঞ্জাম (যেমন, সাবান, তোয়ালে ও টয়লেট পেপার) সরবরাহ করা
  • রুম থেকে আবর্জনার বিন সংগ্রহ করে নির্ধারিত জায়গায় রেখে আসা
  • রুমের কোন ক্ষতি হলে সে সম্পর্কে কর্তৃপক্ষকে জানানো
  • হোটেলের ক্ষেত্রে অতিথিদের সাহায্য করা
  • পরিষ্কার করার সরঞ্জামের (যেমন, ভ্যাকুয়াম ক্লিনার) রক্ষণাবেক্ষণ করা।

দক্ষতা ও জ্ঞান :

  • সাধারণ স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কিত জ্ঞান
  • পরিষ্কার করার সরঞ্জামাদি ব্যবহারে দক্ষতা
  • মানসিক চাপ সামলানোর দক্ষতা
  • যেকোন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেবার দক্ষতা।

পরিশেষে : শওকতবিডি থেকে তৈরি প্রতিটি লেটার ১০০% মানসম্মত এবং প্রফেশনাল। বাংলা, ইংরেজি এবং আরবী ভাষায় সার্টিফিকেটগুলো তৈরীতে আন্তরিকতার কোনো কমতি ছিলোনা। একদম ফ্রি, নেই কোনো সাবস্ক্রিপশন ফি। যখন যে অবস্থাতেই আছেন কয়েকটি ক্লিকেই তৈরী করতে পারেন একটি সার্টিফিকেট।

নো রেজিষ্ট্রেশন : এই অ্যাপ ব্যবহারে নেই কোনো রেজিষ্ট্রেশন করে লগ ইন করে ফরমে প্রবেশের ঝামেলা। সহজেই পছন্দের ফরম ক্লিক করে এগিয়ে যেতে পারেন ষ্টেপ বায় ষ্টেপ।

পরিশেষে : একটি লেটার তৈরীতে কেন লেখার সাথে লড়াই করে আপনার সময় এবং মাথার ব্রেন ক্ষয় করবেন ? যেখানে সহজেই শওকতবিডি এক্সপেরিয়েন্স লেটার মেকার থেকে পেশাদার ও মানসম্মত লেটার তৈরী করতে পারেন মিনিটেই।

”ব্রাউজ করুন, ফরম নির্বাচন করুন, ফিলাপ করে এগিয়ে যান”

কন্ট্রিবিউটরের ভাষ্য : সহজে বিভিন্ন ধরনের লেটার ও  সার্টিফিকেট তৈরি করার জন্যে এটি ডিজাইন করা ।  আশা করি ভালো লাগবে। বাচঁবে আপনার সময়।

ভালো থাকুন, সুস্থ থাকুন- এই প্রত্যাশায় ..

যে কোন পরামর্শ বা অনুসন্ধানের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে – 01783989949 বা মেইল করতে পারে : showkatbd2022@gmail.com  এই আইডিতে। সব ধরনের পরামর্শ ও উপদেশ সাদরে গ্রহন করা হবে।

About মোহাম্মদ শওকত আকবার

Showkatbd.com এর প্রতিষ্ঠাতা। চলমান ব্লগিং ল্যান্ডস্কেপকে আমি নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। আমি শুধু একটি ব্লগ নিয়েই নয়; একটি অপরিহার্য বহুমুখী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি। যে ব্লগ হবে বাংলাদেশসহ বিশ্বের সকল বাংলা ভাষা ভাষিসহ অনলাইন ব্যবহারকারীদের চিঠিপত্র তৈরির এক অপরিহার্য প্লাটফর্ম । অনলাইনে চিঠিপত্র তৈরির সেবা প্রদানেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

Check Also

Printable wishcard maker

showkatbd wishCard বিনামূল্যে শুভেচ্ছা বার্তাসহ, চমৎকার দৃষ্টিনন্দন কার্ড তৈরির সহজ সমাধান । ব্যক্তিগত বা প্রফেশনাল …

Leave a Reply

Language »